Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দ.সুনামগঞ্জে আগুনে ভস্মীভূত দোকান

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারে মেসার্স এম এম এন্টারপ্রাইজ নামের একটি ডিলারের দোকান আগুনে পুড়ে নগদ দুই লক্ষাধিক টাকাসহ দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
সোমবার দিবাগত রাত আনুমানিত ৩টায় বাজারের মধ্যগলির জামান কমপ্লেক্সের একটি দোকানে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে মার্কেটের অন্য দোকান ক্ষয়ক্ষতি হাত থেকে রক্ষা পায়।
জানা যায়, পাগলা বাজারের মধ্যগলিতে জামান কমপ্লেক্সে এম এম এন্টারপ্রাইজ একটি ডিলারশিপের দোকান। প্রতিদিনের মতো সোমবার রাতেও ব্যবসার সকল কাজ শেষ করে পরের দিন টিটি করার উদ্দেশ্যে ২ লক্ষাধিক টাকা দোকানের ড্রয়ারে রাখা ছিল। ধারণা করা হচ্ছে রাত আনুমানিক ৩টায় ইলেকট্রিক শক্ সার্কিট থেকে দোকানে আগুন লাগতে পারে। এ ঘটনায় বিস্কুট, পটেটো ক্রেকার্স, বিভিন্ন রকমের চকোলেট, চানাচুর, কেকসহ প্রায় সাত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দোকানের মালিক মো. মিজানুর রহমান।
মিজানুর রহমান বলেন, আমার সব শেষ। জীবনের সব সঞ্চয় দিয়ে দোকানটিকে সাজিয়েছিলাম। চারটি কো¤পানির ডিলারশিপের মাল গতকালকে মাত্র এসেছে। সব মালামাল সাজিয়ে পরের মালের টাকা পাঠাবো বলে টাকা রেডি করে দোকানে রেখেছিলাম। সবকিছু পুড়ে গেলো।
প্রত্যক্ষদর্শী ও একই মার্কেটের সেলুন ব্যবসায়ী সুমন চন্দ বলেন, আমি রাত ৩টায় খবর পেয়েছি মার্কেটে আগুন লেগেছে। পাশেই আমার দোকান। রাতেই বাজারে আসি। এসে দেখি ফায়ার সার্ভিসের টিম কাজ করছেন। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুন নেভানো না গেলে অন্যান্য দোকানেরও ক্ষতি হতো।
দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, আমি আগুন নেভানোর কাজে উপস্থিত ছিলাম। খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনি। দোকানটি একটি ডিলারশিপের গোডাউন ছিলো। আগুন নিয়ন্ত্রণে না আনলে সমস্ত মার্কেটেই আগুন ছড়িয়ে পড়তো।
দ.সুনামগঞ্জে আগুনে ভস্মীভূত দোকান
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারে মেসার্স এম এম এন্টারপ্রাইজ নামের একটি ডিলারের দোকান আগুনে পুড়ে নগদ দুই লক্ষাধিক টাকাসহ দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
সোমবার দিবাগত রাত আনুমানিত ৩টায় বাজারের মধ্যগলির জামান কমপ্লেক্সের একটি দোকানে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে মার্কেটের অন্য দোকান ক্ষয়ক্ষতি হাত থেকে রক্ষা পায়।
জানা যায়, পাগলা বাজারের মধ্যগলিতে জামান কমপ্লেক্সে এম এম এন্টারপ্রাইজ একটি ডিলারশিপের দোকান। প্রতিদিনের মতো সোমবার রাতেও ব্যবসার সকল কাজ শেষ করে পরের দিন টিটি করার উদ্দেশ্যে ২ লক্ষাধিক টাকা দোকানের ড্রয়ারে রাখা ছিল। ধারণা করা হচ্ছে রাত আনুমানিক ৩টায় ইলেকট্রিক শক্ সার্কিট থেকে দোকানে আগুন লাগতে পারে। এ ঘটনায় বিস্কুট, পটেটো ক্রেকার্স, বিভিন্ন রকমের চকোলেট, চানাচুর, কেকসহ প্রায় সাত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দোকানের মালিক মো. মিজানুর রহমান।
মিজানুর রহমান বলেন, আমার সব শেষ। জীবনের সব সঞ্চয় দিয়ে দোকানটিকে সাজিয়েছিলাম। চারটি কো¤পানির ডিলারশিপের মাল গতকালকে মাত্র এসেছে। সব মালামাল সাজিয়ে পরের মালের টাকা পাঠাবো বলে টাকা রেডি করে দোকানে রেখেছিলাম। সবকিছু পুড়ে গেলো।
প্রত্যক্ষদর্শী ও একই মার্কেটের সেলুন ব্যবসায়ী সুমন চন্দ বলেন, আমি রাত ৩টায় খবর পেয়েছি মার্কেটে আগুন লেগেছে। পাশেই আমার দোকান। রাতেই বাজারে আসি। এসে দেখি ফায়ার সার্ভিসের টিম কাজ করছেন। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুন নেভানো না গেলে অন্যান্য দোকানেরও ক্ষতি হতো।
দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, আমি আগুন নেভানোর কাজে উপস্থিত ছিলাম। খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনি। দোকানটি একটি ডিলারশিপের গোডাউন ছিলো। আগুন নিয়ন্ত্রণে না আনলে সমস্ত মার্কেটেই আগুন ছড়িয়ে পড়তো।

Exit mobile version