Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ধর্মপাশায় জুয়া খেলার প্রতিবাদ করায় স্কুলছাত্রকে মারধরিো

ধর্মপাশা প্রতিনিধি:
ধর্মপাশায় জুয়া খেলার প্রতিবাদ করায় কবির মিয়া (১৪) নামের এক স্কুল ছাত্রকে মারধর করেছে জুয়াড়িরা। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ফাতেমানগর গ্রামে এ ঘটনা ঘটে। মারধরের শিকার কবির মিয়া ওই গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিনের ছেলে এবং ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। জুয়াড়িদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ফাতেমানগর গ্রামের বাসিন্দা কবির মিয়া, নূর আলম, শাকিল আহম্মদসহ ১১ জনের স্বাক্ষরিত একটি অভিযোগপত্র ওইদিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করা হয়েছে।
জানা যায়, ফাতেমানগর গ্রামের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে জুয়া খেলা চলে আসছে। এতে করে ওই গ্রামের যুব সমাজ জুয়া খেলায় প্রভাবিত হয়ে বিপথে যাচ্ছে। ওইদিন সকাল ১১টার দিকে ফাতেমানগর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য লাল মিয়ার বাড়ির উত্তর পাশে কবরস্থান সংলগ্ন স্থানে ফাতেমানগর
গ্রামের শামীম মিয়া, খালেক, জয়নাল, মজনু মিয়া, কামলাবাজ গ্রামের আব্দুল মালেক, আবুয়ারচর গ্রামের বাবুল মিয়াসহ আরও কয়েকজন জুয়াড়ি জুয়া খেলা শুরু করে। এ সময় স্কুল শিক্ষার্থী কবির মিয়া এর প্রতিবাদ করে সেখানে জুয়া খেলতে নিষেধ করে। এতেই ক্ষিপ্ত হয়ে কয়েকজন জুয়াড়ি কবিরকে মারধর করে এবং বিষয়টি নিয়ে বিচার সালিশ করলে অভিযোগকারীদের প্রাণে মারার হুমকি দেয় । এ ব্যাপারে অভিযুক্ত কারও সাথে কোনোভাবেই যোগাযোগ করা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য ধর্মপাশা থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।’

Exit mobile version