Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ধর্মপাশায় বিলের মাছ লুটের অভিযোগে দেশীয় অস্ত্রসহ আটক ৪০

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজপুর দক্ষিণ ইউনিয়নের ডুবাইল গ্রুপ জলমহালে মাছ লুটের অভিযোগে বৃহস্পতিবার সকালে ৪১জন বহিরাগতকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরার বিভিন্ন সরঞ্জামাদিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিরা সকলেই নেত্রকোনার জেলার বাসিন্দা। ওইদিন সন্ধ্যায় আটককৃতদের ধর্মপাশা থানায় নিয়ে আসা হয়। ওইদিন রাত ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।
জানা যায়, সুবংশপুর রূপালী মৎস্যজীবি সমবায় সমিতির লিমিটেডের অধীনে এ জলমহালটি ইজারা রয়েছে। বৃহস্পতিবার ভোরে নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার মানুষ এ জলমহালে সংঘবদ্ধ হয়ে মাছ ধরতে যায়। এ সময় সুবংশপুর রূপালী মৎস্যজীবি সমবায় সমিতির লিমিটেডের লোকজন তাদের বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ইজারাদারের লোকজন বিষয়টি ধর্মপাশা থানা পুলিশকে জানালে পুলিশ সকাল ১০টার দিকে সেখানে যায়। এ সময় পুলিশের সহায়তায় স্থানীয় লোকজন ৪১ জন ব্যক্তিকে আটক করে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য শামীম আহমেদ মুরাদ, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহমেদ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালিয়ে যান।
জলমহালের ইজারাদার সুবংশপুর রূপালী মৎস্যজীবি সমবায় সমিতির লিমিটেডের সভাপতি বিষ্ণু বর্মণের সাথে কোনোভাবেই যোগাযোগ করা যায়নি। তবে জলমহালের ব্যবস্থাপক বিপ্লব মিয়া জানান, একটি সংঘবদ্ধ চক্র সকালের দিকে জলমহাল লুট করার উদ্দেশ্যে মাছ ধরার জাল, পলো, দেশীয় অস্ত্র কাতরা, রামদাসহ জলমহালে নেমে মাছ লুট করতে থাকে। মাছ মরে ভেসে উঠতে দেখা যাচ্ছে। এতে জলমহালের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
ধর্মপাশা থানার ওসি সুরঞ্জিত তালুকদার রাত ১০টায় বলেন, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version