Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ধানকাটার শুরুতে শীলাবৃষ্টিতে ভেঙ্গে গেছে কৃষকের স্বপ্ন

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের রাজনগর গ্রামের কৃষক সফিক মিয়া আজ রোববার কষ্টার্জিত সোনালি ফসল ঘরে তোলার কথা। সকালে বৃষ্টির কারনে ধান কাটতে পারেননি আশাছিল বৃষ্টি থামলে কাল সোমবার ধান কাটবেন। কিন্তুু বিকেলের শীলাবৃষ্টিতে তার সেই স্বপ্ন ভেঙ্গে গেছে। শীলাবৃষ্টিতে তার এক কেদার জমির ধান ঝড়ে গেছে।
গত দুইদিন আগে নলুয়ার হাওরে গিয়ে কথা হয় কৃষক সফিক মিয়ার সঙ্গে। তিনি জানান,এবার দুই হাল জমিতে বোরো আবাদ করেছেন।তারমধ্যে ব্রি-২৮ জাতের তিন কেদার জমির ধান পেকে গেছে। আজ রোববার সেই ধানগুলো গোলায় তোলার কথা। কিন্তু শীলাবৃষ্টিতে সব ধান ঝড়ে গেছে। শুধু সফিকই নন তাঁরমতো আরো অনেক কৃষকের পাকাধান শীলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের আহ্বায়ক সিরাজুল হক বলেন, বোরো ধানের ওপর জগন্নাথপুরের কৃষকরা নির্ভরশীল।ধান কাটার শুরুতেই প্রাকৃতিক বিমপপর্যয় শীলাবৃষ্টিতে পড়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়া দু:খজনক।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন,শীলাবৃষ্টিতে পাকাধান ঝড়েপড়ার খবর পাওয়া গেছে।কাচাধানের কোন ক্ষতি হয়নি। আমরা ক্ষয়ক্ষতি নির্ধারণের কাজ করছি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন,শীলাবৃষ্টিতে পাকাধানের ক্ষতি হয়েছে। আমরা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফসলরক্ষা বেড়িবাঁধ শ্রমিক লাগিয়ে ঠিক করতে সব প্রকল্পের সভাপতিকে নির্দেশ দে

Exit mobile version