Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রাধারমণ দত্তের মৃৃত্যুবার্ষিকীতে জগন্নাথপুরে দুইদিন ব্যাপি বিভিন্ন কর্মসুচি অনুষ্ঠিত হবে

ধামাইল গানের জনক হাজারো গানের রচিতা মরমী সাধক কবি রাধারমণ দত্তের ১০৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর নিজ এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার কেশরপুরে দুইদিনব্যাপি রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের আয়োজনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসুচি পালন করা হবে।
অনুষ্ঠানের প্রথম দিন কাল সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কেশবরপুর বাজারস্থ জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বিশেষ অতিথির বক্তব্য দেবেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান বি,পি,এম, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ চৌধুরী। এছাড়াও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দ্বিতীয় পর্বে রাধারমণ দত্ত সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জিলু মিয়ার সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে।
দ্বিতীয় দিন মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সিলেট, সুনামগঞ্জসহ আঞ্চলিক শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন।

Exit mobile version