Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নকলায় দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ

মো. মোশারফ হোসাইন, শেরপুর থেকে:

শেরপুরের নকলায় আধুনিক উপায়ে আউশ ধান উৎপাদন কলাকৌশল এবং বাড়ীর আঙ্গীনায় বিভিন্ন ফল ও শাক-সবজি চাষের উপর দিনব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

রোববার (৩১ মে) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ করানো হয়। দিনব্যাপী এ প্রশিক্ষণে ২টি গ্রুপে ৩০ জন করে মোট ৬০ জন কৃষক অংশ গ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ এফ.এম মোবারক আলী, উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক ট্রেনিং কোঅর্ডিনেটর কৃষিবিদ শাহজাহান সিরাজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরিন প্রমুখ।

Exit mobile version