Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নজরুল একাডেমি উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে হাইকোর্ট রুল

সিলেট প্রতিনিধি :: সিলেট নজরুল একাডেমি উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট। রবিবার হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপিত মোস্তফা জামাল ইসলাম সমন্বয় গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। নজরুল একাডেমি সিলেটের সাধারন সম্পাদক রেজওয়ান আহমদ বাদি হয়ে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে এ রুল জারি করা হয়।
এতে নজরুল একাডেমির স্থিতাবস্থা বহালসহ উচ্ছেদ প্রক্রিয়া কেন বেআইনি হবে না এ মর্মে কারণ দর্শাতে বাংলাদেশ সরকারের ভ‚মি মন্ত্রনালয়ের সচিব, সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেটের জেলা প্রশাসকসহ ৭ জনের বিরুদ্ধে রুল জারি করা হয়। নজরুল একাডেমির পক্ষে মামলা পরিচালনা করছেন অ্যাডভোকেট এএসএম আব্দুল মুবিন। শুনানীকালে উত্তরাধীকারী দাবিদার কপিল দাশের পক্ষে আইনজীবী ছিলেন তত্ত¡াবধায়ক সরকারের সাবেক আইন উপদেষ্টা ও এটর্নি জেনারেল এএফ হাসান আরিফ।
সিলেটের জেলা প্রশাসক ভূমির দখল বুঝিয়ে দিতে গত ২৫ মার্চ নজরুল একাডেমিকে নোটিশ প্রদান করে। জেলা প্রশাসক স্বাক্ষরিত এ নোটিশে নজরুল একাডেমিকে ১০ দিনের মধ্যে আইনগত মালিক/উত্তরাধিকারীর কাছে ভ‚মির দখল বুঝিয়ে দিতে বলা হয়। পরবর্তীতে ২ জুন জেলা প্রশাসন দ্বিতীয় নোটিশ জারি করে ৭ দিনের মধ্যে এলএ শাখার কানুনগো মলয় করের কাছে দখল সমঝে দেয়ার নির্দেশ দেন। এই নোটিশের প্রেক্ষিতে নজরুল একাডেমির সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে রোববার হাইকোর্ট রুল জারি করেন।

Exit mobile version