Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জের ইনাতগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে আওয়ামীলীগ নেতা রাকিল হোসেনের বাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট, আহত ১০

নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা: সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চেšধুরীর অনুষ্টানকে কেন্দ্র করে বিএনপি নেতার নেতৃত্বে ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য,দৈনিক সিলেটের ডাক, প্রতিদিনের বানী পত্রিকা ও জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম অনলাইন পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি রাকিল হোসেনের বাড়ীতে হামলা,ভাংচুর,লুটপাট ও মহিলাসহ ১০জন আহত হয়েছেন। গুরুতর আহত মইন উদ্দি(৫৫) ও পাবেল মিয়া(২২) নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের বিএনপি নেতা লন্ডন প্রবাসী দিলবার হোসেন,ইনাতগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি নুর আলী ও বিএনপি নেতা শাহীন আহমদের আয়োজনে প্রজাতপুর গ্রামের রাস্তা উন্নয়নের জন্য বিএনপি নেতা দিলবার হোসেনের বাড়ীতে আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল বুধবার বেলা ১১টার সময় এমপি কেয়া চেšধুরী ইনাতগঞ্জের বান্দের বাজারে এসে খোঁজ নিয়ে দেখেন,উক্ত অনুষ্টানে ইনাতগঞ্জ আওয়ামীলীগের কেউ নেই। এ সময় এমপি কেয়া চেšধুরী প্রজাতপুর গ্রামের আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেনকে অনুষ্টানের বিষয়টি জানেন কি-না জানতে চাইলে রাকিল হোসেন জানান এ বিষয়ে তিনি কিছু জানেনা। পরে এমপি কেয়া চেšধুরী অনুষ্টানে না গিয়ে চলে যান। এ সময় বিএনপি নেতা দিলবার রাকিল হোসেনকে অনুষ্টান বাতিল করার পরিনাম পাবে বলে হুমকি দেন। এর জের ধরে বেলা সাড়ে ১১টার সময় বিএনপি নেতা দিলবারের নেতৃত্বে ৩০/৩৫জনের একটি দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সাংবাদিক রাকিল হোসেনের বাড়ীতে হামলা চালায়। এক পর্যায়ে তারা ঘরে প্রবেশ করে দিলবারের হুকুমে অন্যান্যরা জিনিষ পত্র ভাংচুর ও লুটপাট চালায়। এতে ৭/৮লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে । তাদের দাড়ালো অস্ত্রের আঘাতে মহিলাসহ ১০জন আহত হন। যাবার সময় তারা নগদ টাকা,মোবাইল ফোনসহ দামী জিনিষ পত্র নিয়ে যায়। খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ীর পরিদর্শক সামছুদ্দিন খাঁন ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান জানান,হামলার খবর শুনার সাথে সাথে ইনাতগঞ্জ পুলিশকে ঘটনা স্থলে পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এষনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version