Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জের ইয়াবা ব্যবসায়ী চুরাই সিএনজি অটোরিক্সাসহ পুলিশের হাতে গ্রেফতার

নবীগঞ্জ প্রতিনিধি
সিলেটের মোগলা বাজার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌলভী বাজারের দরগা মহল্লা থেকে চুরাই সিএনজি অটোরিক্সাসহ নবীগঞ্জের কুর্শি গ্রামের বহু অপকর্মের হুতা সাবেক মেম্বার দিলবাহার আহমদ দিলকাছের পুত্র ইয়াবা ব্যবসায়ী জুবেদ আহমদ (৩২) কে গ্রেফতার করেছে। পরে তাকে সিলেট আদালতে প্রেরন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন। তার গ্রেফতারের খবরে নবীগঞ্জসহ বৃহত্তর সিলেটের সিএনজি অটোরিক্সা মালিক ও শ্রমিকদের মধ্যে স্বস্থি ফিরে এসেছে।
পুলিশ সুত্রে জানাযায়, গত ৬ আগষ্ট বিকেল বেলায় সিলেটের শিববাড়ী থেকে মোগলা বাজার থানার শ্রীরামপুর গ্রামের শহিদুল ইসলাম শামিম নামের এক ব্যক্তির একটি সিএনজি অটোরিক্সা চালককে মারপিট করে অজ্ঞাতনামা ৩/৪ যুবক ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় অটোরিক্সার মালিক শামিম বাদী হয়ে মোগলা বাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরই সুত্র ধরে মোগলা বাজার থানার এস আই সুহেল রানা গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে গত বুধবার রাতে মৌলভী বাজারের দরগা মহল্লা থেকে অভিযান চালিয়ে নবীগঞ্জের কুর্শি গ্রামের বহু অপকর্মের হুতা সাবেক মেম্বার দিলবাহার আহমদ দিলকাছের পুত্র ইয়াবা ব্যবসায়ী জুবেদ আহমদ (৩২) কে চুরাই সিএনজি অটোরিক্সাসহ গ্রেফতার করেন। পরে জুবেদের স্বীকারোক্তি মোতাবেক নবীগঞ্জের কুর্শি গ্রামের মৃত ফরমান উল্লাহর পুত্র সুমন আহমদ (২২) ও গোয়াইনঘাট উপজেলার বরনগর গ্রামের ইব্রাহিম আলীর পুত্র (২৫) এর নাম উল্লেখ করে ৩ নামে একটি ছিনতাইয়ের অভিযোগে মামলা এফআই রুজু করা হয়। মোগলা বাজার থানার মামলা নং ০৬ তারিখ ০৯/০৮/২০১৭ ইং। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মোগলা বাজার থানার এস আই সুহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আসামী স্বীরোক্তি মোতাবেক মামলা রেকর্ড করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরন করা হয়েছে। আরো তথ্য উদঘাটনের জন্য আদালতে গ্রেফতারকৃত আসামী জুবেদের রিমান্ড আবেদন করা হবে।
প্রেরক

Exit mobile version