Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং কমিটির সমাবেশ

নবীগঞ্জ (হবিগঞ্জ)সংবাদদাতা :সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নজরুল ইসলাম বলেছেন, দেশে জঙ্গী দমনে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ দমনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জের নবীগঞ্জ থানা কমপ্লেক্সে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং কমিটির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নবীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব শামীম আহমদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, হবিগঞ্জ জেলা পুলিশিং কমিটির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক এবং নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুর উদ্দিন বীরপ্রতিক, প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রউফ, জাপা আহ্বায়ক শাহ আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা আওয়ামীলীগ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু , প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খানঁ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যান আবু সিদ্দীক, জাবেদুল আলম চৌধুরী সাজু, এডভোকেট জাবিদ আলী, পৌর কাউন্সিলর সুন্দর আলী, কবির মিয়া, প্রানেশ চন্দ্র দেব, সৈয়দা নাসিমা বেগম, রোকিয়া বেগম, সুখেন্দু রায় বাবুল, যুবলীগ আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন,শিক্ষক রুবেল মিয়া, শৈলেন চন্দ্র দাশ, উত্তম কুমার পাল হিমেল প্রমূখ।

Exit mobile version