Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে কলেজ ছাত্রী তন্নী রায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রাকিল হোসেন নবীগঞ্জ : নবীগঞ্জে কলেজ ছাত্রী তন্নী রায়কে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে নবীগঞ্জের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ এক বিশাল মানববন্ধনের আয়োজন করে। গতকাল বিকাল ৩ ঘটিকায় নবীগঞ্জ নতুন বাজার মোড়ে কয়েক হাজার জনতার উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ছাত্রনেতা রতœদীপ দাশ রাজু। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুকান্ত দাশ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ মিলাদ গাজী, জেলা আওয়ামীলীগ নেতা ও জেলা কৃষকলীগের সাবেক সভাপতি এড. সুমঙ্গল দাশ সুমন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বিজয় ভূষন রায়, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, পৌর আওয়ামীলী সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, এ এস পি শুভাশিষ ধর, জেলা যুব সংহতির সাংগঠনিক সম্পাদক নুরুল আমীন পাঠান, পৌর জাপা সাধারণ সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, প্যানেল মেয়র এটিএম সালাম, কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব, যুবলীগ নেতা সুবিনয় রায়, কাউন্সিলর জায়েদ চৌধুরী, পৌর হিন্দু- বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি বিপুল চন্দ্র দেব, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কর্ণমনি দাশ, সুখেন্দু পুরকায়েস্থ, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি দুলাল চৌধুরী, সেচ্ছাসেবকলীগ যুগ্ম আহব্বায়ক ইকবাল আহমদ বেলাল, আনন্দনিকেতন সভাপতি প্রনব দেব, কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদের সহ-সভাপতি কংকন কুমার দাশ, সহ-সভাপতি অনুপ দাশ, সহ-সভাপতি প্রভাশ চন্দ্র দাশ টিটু, সাংগঠনিক সম্পাদক শংকর পাল, শিক্ষ ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম কুমার দাশ হিমেল, সাংবাদিক সলিল বরন দাশ, মুজবুর রহমান, জেলা যুবসংহতি নেতা নিউটন সূত্রধর, ছাত্রনেতা অলিউর রহমান, জিবেশ গোপ, এম এ মুহিত, আমিনুর হক দুলাল, মুজাহিদুল ইসলাম, শ্রীবাস পাল (মেম্বার), বিশ্বজিৎ দাশ, সুরঞ্জন বৈদ্য, কৃষকলীগ নেতা ফারুক মিয়া, টিটু আচার্য্য, জয়ন্ত ভট্টাচার্য, শামানুর রহমান, চন্দন রায়, অরুবিন্দু দাশ, সুয়েব আহমেদ, কৃপাসিন্দু সূত্রধর, সমিরন চন্দ্র দে, গৌরিন দাশ, টিংকু দে, পলাশ দে, হারুনুর রশিদ, রাহুল দাশ, আনন্দ বিশ্বাস, জেশন আহমেদ প্রমূখ। সভায় বক্তাগণ কলেজ ছাত্রী তন্নী রায়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আগামী ৭২ ঘন্টার ভিতরে আসামীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচী দেয়া হবে বলে ঘোষনা দেন।

Exit mobile version