Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে গ্রেটার ডেপেলাপমেন্ট ওয়েল ফেয়র কাউন্সিল ইউকে ত্রাণ বিতরণ

নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা: সমপ্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল আর বৃষ্টির পানিতে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়নে বন্যা দেখা দেয়। দুই ইউনিয়নের প্রায় ৩০ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েন। বন্যা পরবর্তী বানবাসী মানুষ বাড়ী ঘরে ফিরে ফিরলেও তাদের মধ্যে দেখা দিয়েছে খাদ্য অভাব। এসব হতদরিদ্র অসহায় গরীব মানুষ খাদ্য অভাবে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। আর এসব অভাব অনটনের মাঝেই দরিদ্র মানুষের পাশে এসে দাড়িয়েছে গ্রেটার ডেপেলাপমেন্ট ওয়েল ফেয়ার কাউন্সিল ইউকে। গতকাল শুক্রবার দুপুরে ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামে ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়নের গরীব ও অসহায় প্রায় ৩’শ পরিবারের হাতে গ্রেটার ডেপেলাপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে পক্ষ থেকে ত্রাণ হিসেবে ৫’শ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। সকাল থেকে বানবাসী অসহায় মানুষ ক্রাণ নিতে উমরপুর গ্রামে আসতে থাকেন। এ সময় তাদের মুখে ছিল আনন্দের ঝিলিক। উক্ত ক্রাণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রেটার ডেপেলাপমেন্ট ওয়েল ফেয়ার কাউন্সিল ইউকে কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার আতাউর রহমান আতা। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহসভাপতি এডভোকেট পূণ্যব্রত চৌধুরী,এডভোকেট মনসুর উদ্দিন আহমদ ইকবাল,এডভোকেট রুহুল হাসান শরীফ,কোষাধক্ষ হাফিজুর রহমান নিয়ন,যুগ্ন সম্পাদক সুফি সোহেল আহমদ,কোষাধক্ষ হাফিজুর রহমান নিয়ন,সাউথ ইষ্ট শাখা সহ-কোষাধক্ষ মো: আবুল মিয়া,জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাবেক সভাপতি এম নিজাম উদ্দিন। ত্রাণ বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন,ইনাতগঞ্জের সমাজ সেবক গোলাম রব্বানী,লন্ডন প্রবাসী ফিরোজ উদ্দিন,আলাল আহমদ,ইউপি সদস্য আজির হাসান আরজু প্রমূখ।ব্যাপারে গ্রেটার ডেপেলাপমেন্ট ওয়েল ফেয়ার কাউন্সিল ইউকে সভাপতি ব্যারিষ্টার আতাউর রহমান আতা বলেন,এই সাহায্যে খুবই অপ্রতুল। মানুষের যে বিপর্যয় চিন্তার বাইরে। আমরা যদি আমাদের এ প্রক্রিয়া ধরে রাখতে পারি,তাহলে বন্যা পরবর্তী গ্রেটার ডেপেলাপমেন্ট ওয়েল ফেয়র কাউন্সিল ইউকে পক্ষ থেকে পূনর্বাসনের জন্য কি করা যায় সেটা আমরা দেখবো।

Exit mobile version