Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে জনপ্রতিনিধিদের সাথে জঙ্গিবাদ ও আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভায়


রাকিল হোসেন নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা:
নবীগঞ্জে জনপ্রতিনিধিদের সাথে “জঙ্গিবাদ ও আইনশৃংখলা” বিষয়ক মতবিনিময় সভায় হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেছেন, নবীগঞ্জের কোন এলাকায় যাতে জঙ্গিরা আস্তনা গড়তে না পারে সে জন্য বাসার মালিক ও পার্শ্ববর্তী এলাকার লোকদেরকে ভাড়াটিয়ার যাবতীয় তথ্যাদি সম্পর্কে অবগত থাকতে হবে। যদি কোন ভাড়াটিয়াদের চলাফেরায় কারো কোন ধরণের সন্দেহ হয় তাহলে সাথে সাথে বিষয়টি আইনশৃংখলা বাহিনীকে অবগত করতে হবে। পুলিশ সুপার বলেন, এলাকার কোন লোক যদি নিখোঁজ হয় বিষয়টি পুলিশকে অবগত করবেন। যারা জঙ্গি সম্পৃক্ততার সাথে জড়িয়ে গেছে তাদের খোঁজে বের কনে ধরতে হবে এবং নতুন করে যাতে আর কেউ জঙ্গিবাদের জড়াতে না পারে সে ব্যাপারেও সবাইকে সচেতন থাকতে হবে। নব্য জঙ্গিদের এখনই ধরতে হবে যাতে পরবর্তিতে দেশের কোন জায়গায় হামলা বা হামলার পরিকল্পনা করতে পারেনা।
গতকাল মঙ্গলবার সকালে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজের আয়োজনে উপজেলায় পরিষদের হল রুমে “জঙ্গিবাদ ও আইন শৃংখলা” বিষয়ক মতবিনিময় সভায় হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাসেলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান, পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, জাবেদ আলী, সত্যজিত দাশ, আশিক মিয়া, বজলুর রশিদ, আবু সাইদ এওলা, মুহিবুর রহমান হারুন, আলী আহমেদ মুসা, ছাইম উদ্দিন, জাবেদুল আলম চৌধুরী সাজু, আবু সিদ্দিক, নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ, আলা উদ্দিন, আব্দুস ছালাম, সুন্দর আলী, প্রাণেশ দেব, জাকির হোসেন, জায়েদ চৌধুরী, কবির মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না প্রমুখ। এছাড়াও প্রতি ইউনিয়নের সাধারন ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত আসনের নারী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র আরো বলেন, জঙ্গিরা ২০০৫ সালের মতো সারা দেশে একযোগে হামলা চালানোর পরিকল্পনা করছে। তারা বিভিন্ন কৌশলে ধীরে ধীরে প্রতি এলাকায় বাসা ভাড়া নিয়ে নেটওর্য়াক তৈরী করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, বাংলাদেশে যারা জঙ্গি তৎপরাতা চালাচ্ছে তারা দেশের লোকাল জঙ্গি। তারা আইএস বা আন্তর্জাতিক কোন জঙ্গি নয়। তবে বাংলাদেশে হামলার পরিকল্পনা এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। এর সাথে জড়িত দেশের অনেক মীর জাফর, বাংলাদেশে মীর জাফরের অভাব নেই। যারা ক্ষমতার বাহিরে তারা সরকারের পতন চায় তারা দেশের উন্নয়ন চায় না।
পুলিশ সুপারের দেয়া তথ্য মতে, যে ভাবে জঙ্গিদের চিনবেনঃ বাসা ভাড়া নিয়ে সাথে খুব কম আসবাব পত্র থাকে, তাদের বাসায় টিভি থাকে না কারন জঙ্গিরা বলে টিভি দেখা হারাম, জঙ্গিরা কারো সাথে মিশে না, কারো বাসায় তারা যায়না, কাউকে তাদের বাসায় আনেনা, এলাকার কারো সাথে তাদের কোন যোগাযোগ নেই, কোন সামাজিক অনুষ্ঠানে তাদের উপস্থিতি নেই, জঙ্গিরা তাদের বাচ্চাদের বাসার বাহিরে যেতে দেয়না, খেলাধুলা বা অন্যান্য বাচ্চাদের সাথে মিশতে দেয়না, জঙ্গিদের বাসার দরজা, জানালা সব সময় বন্ধ থাকে এবং পর্দা লাগানো থাকে, তাদের বাসায় কোন কাজের লোক থাকে না, মাস শেষ হওয়ার আগেই বাসা ভাড়া দিয়ে দেয়, যাতে মালিক তাদের বাসার ভিতরে যেতে না পারে। তাই সবাইকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে। যদি কোন লোকের চলাফেরায় সন্দেহ হয় তাহলে বিষয়টি আইনশৃংখলা বাহিনীকে জানানোর জন্য অনরোধ করেন পুলিশ সুপার।

Exit mobile version