Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে জমে উঠেছে কোরবানীর পশুর হাট

রাকিল হোসেন নবীগঞ্জ (হবিগঞ্জ)সংবাদদাতা:মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহাকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জে কোরবানীর পশুর হাট জমে উঠেছে। পৌর এলাকার সালামতপুর, উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজার, ইনাতগঞ্জ, সৈয়দপুর বাজার, নতুন বাজার,বান্দের বাজার,কাজীর বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে পশুর হাট সরগরম হচ্ছে। তবে বাজারে ভারত থেকে গরুর আমদানী কম থাকায় দেশী পশুর আমদানী বেশী থাকা সত্ত্বেও দাম বেশী হওয়ার কারনে ক্রয় বিক্রয় কম বলে জানিয়েছেন বিক্রেতারা। গত বৃহস্পতিবার ছিল নবীগঞ্জর ইনাতগঞ্জ বাজারে ছিল হাটবার। তাই ক্রেতা বিক্রেতাদের উপছেপড়া ভীড় ছিল রাত ১০টা পর্যন্ত। ঈদের আর মাত্র ৩দিন বাকী থাকায় বাজারের ভীড় ও আস্তে আস্তে বেড়েই চলছে। শেষ মুহুর্তে আরও বেশী ভীড় হবে এবং রাত ১২টা/১টা পর্যন্ত বেচা কেনা চলবে বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতা ও গরু বাজার কর্তৃপক্ষ। সরেজমিনে দেখা যায়,দেশী গরুর আমদানী থাকলেও দাম বেশী হওয়ায় মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষকে হিমশিম খেতে দেখা গেছে। তবে অন্য বছরের তুলনায় ভারত থেকে গরু কম আমদানী হওয়ার কারণে দাম একটু বেশী। বিক্রেতারা জমশেদ আলম জানান- বাজারের দাম বেশী হওয়ায় অনেক ক্রেতা কোরবানীর পশু না কিনে চলে যাচ্ছেন। যার ফলে আমরা আশানুরুপ বিক্রি করতে পারছিনা। একটি গরু ৯০ হাজার টাকা দাম চাইলে ও ক্রেতারা ৬০/৬৫ হাজার টাকা দাম করেছেন। তাই বিক্রি করতে পারিনি। তবে ঈদের শেষ মুহুর্তে বাজার আরো অনেক ভাল হবে বলে আশা করছি।

Exit mobile version