Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে বঙ্গবন্ধু’র শাহাদত ও জাতীয় শোক দিবস পালিত

নবীগঞ্জ (হবিগঞ্জ)তিনিধি:

সারা দেশের ন্যায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় জাতিরজনক বঙ্গবন্ধু’র ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে স্থাপিত বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেছেন উপজেলা প্রশাসন, পৌর পরিষদ, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সংগঠন। পরে উপজেলা প্রশাসন শোক র‌্যালী বের করে। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজসহ নানা প্রতিষ্টানে শোকসভা ও র‌্যালী করেছে স্ব স্ব প্রতিষ্টান। উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার এর নেতৃত্বে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেছেন। পরে উপজেলা হলরোমে ইউএনও তাজিনা সারোয়ারের সভাপতিত্বে এক শোক সভা অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু প্রমূখ।

পৌর পরিষদ ঃ- নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালামের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেছেন নবীগঞ্জ পৌর পরিষদ। এতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, কাউন্সিলর ও উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি আব্দুস ছালাম, কাউন্সিলর কবির মিয়া, কাউন্সিলর জাকির হোসেন, কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম, স্যানেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, অফিস সহকারী সরাজ মিয়া, সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী, টিকাদানকারী এলেমান চৌধুরী প্রমূখ।


আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন ঃ- উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর নেতৃত্বে পৌর আওয়ামীলীগের, সভাপতি মোজাহিদ আলম ও সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা’র নেতৃত্বে পৌর আওয়ামীলীগ, যুগ্ম আহ্বায়ক লোকমান খানের নেতৃত্বে উপজেলা যুবলীগ, আহ্বায়ক ফজল চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানের নেতৃত্বে পৌর যুবলীগ, সভাপতি ইকবাল আহমদ বেলাল ও সাধারন সম্পাদক আলমগীর চৌধুরীর নেতৃত্বে পৌর স্বেচ্ছাসেবকলীগ, সভানেত্রী দিলারা হোসেন আজাদের নেতৃত্বে মহিলালীগ পুস্পমাল্য অর্পন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠন সম্পাদক মোস্তাক আহমদ মিলু, আওয়ামীলীগ নেতা ও প্যানেল মেয়র-১ এটিএম সালাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, ছাত্রলীগের সভাপতি আবু ছালেহ জীবনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা আওয়ামীলীগ কর্তৃক স্থানীয় নতুন বাজার মোড়ে বিশাল শোক সভা অনুষ্টিত হয়। এয়াড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও স্কুল কলেজ মাদ্রাসায় শোক দিবস পালন করা হয়।

Exit mobile version