Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনামূলক প্রশিক্ষন

রাকিল হোসেন:“শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধকল্পে বাল্য বিবাহ সর্ম্পকে সচেতনা বৃদ্ধিকরণ” লক্ষে নবীগঞ্জ উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনামূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের হল রুমে উক্ত প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল¬াহর সভাপতিত্বে ও অর্ণব এর মহা সচিব রিয়াজ মনোয়ারের পরিচালনায় প্রথান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব খলিলুর রহমান কাগজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের টিএইচও ডাঃ রথীন্দ্র চন্দ দেব, নবীগঞ্জ উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- লাখাই উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, নবীগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার নূর উদ্দিন বীর প্রতিক, নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সুধীন চন্দ্র দাশ, ব্রাক ওয়াশ কর্মসূচির সিনিয়র উপজেলা ম্যানাজার মেজবাহুল হক, নবীগঞ্জ কাজী সমিতির সভাপতি কাজী মাহবুব আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীপ্তেন্দু নারায়ন দাশ, ইউপি সচিব সমিতির সভাপতি পৃতেশ রঞ্জন চৌধুরী, ইউপি সদস্য মোছাঃ মরিয়ম বেগম, অভিভাবক প্রতিনিধি সোনিয়া বেগম, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন কাজী হাছান আলী। উক্ত প্রশিক্ষনে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী, অভিভাবক, এনজিও, মিডিয়া কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version