Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে হামলা ও ভাংচুর ॥ অন্তঃস্বত্ত্বা মহিলা ও শিশুসহ আহত ১০

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা:নবীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে উপজেলার গজনাইপুর ইউনিয়নের পরাজীত চেয়ারম্যান যুদ্ধাপরাধ মামলার আসামী আবুল খায়ের গোলাপের নেতৃত্বে হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে গজনাইপুর ইউনিয়নের মামদপুর গ্রামের নিরহ মানুষের বাড়ি ঘরে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ হামলায় অন্তঃস্বত্ত্বা মহিলা ও শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে অন্তঃস্বত্তা দুই মহিলাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

জানা যায়, এ বারের অনুষ্ঠিত্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে গজনাইপুরের ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৩ জন শক্তিশালী প্রার্থী ছিলেন। ইউপি আওয়ামীলীগের সভাপতি হিসেবে নৌকা প্রতীক চেয়েছিলে আবুল খায়ের গোলাপ। কিন্তু তিনি যুদ্ধাপরাধ মামলার আসামী হওয়ায় তাকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। কেন্দ্রে গিয়ে তিনি চমক দেখালেও শেষ পর্যন্ত তা ঠেকেনি। অবশেষে নৌকা প্রতীক নিয়ে লড়াই করে নির্বাচিত হন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল। পরাজীত হন বর্তমান চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ । নির্বাচনে পরাজিত হয়েই তান্ডব শুরু করেছেন চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ। গত বুধবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে চেয়ারম্যান আবুল খায়ের গোলাপের নিজ গ্রাম উপজেলার মামদপুর গ্রামে গোলাপের নেতৃত্বে ২০/২৫ জনের এক দল লোক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে নিরীহ লোকজনের উপর হামলা চালায়। নির্বাচনী সময়ে গোলাপের পক্ষে কাজ না করে অন্য প্রার্থীর পক্ষে কাজ করায় আব্দাল, জামাল, সালাম, কাদির, আজিদ, মুহিদ, ফুল বিবি, রশিদ, রুসনসহ প্রায় ১০/১২ জনের বাড়ী ঘরে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে বলে জানীয়েছেন স্থানীয়রা। হামলায় পারভীন আক্তার (২৮), নুরেছা বেগম (২০), কারিমা বেগম (৭), কুসম বিবি (৬০)সহ অনন্ত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পারুল আক্তার (২৮), নুরেছা বেগম (২০)কে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়েরের খবর পাওয়া যায়নি। তবে আহতরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

Exit mobile version