Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে ৪টি রাস্তা ও ৩টি স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি মুনিম চৌধুরী বাবু

নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের ৪টি রাস্তা ও ৩টি স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। পল্লী সড়ক/কালভার্ট মেরামত ও রক্ষনাবেক্ষন কর্মসূচীর আওতায় ৪টি রাস্তা এবং তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৩) প্রকল্পের আওতায় ৩টি স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে আনুষ্টানিক ভাবে উপজেলা কৃষি অফিসের হল রুমে উক্ত অনুষ্টান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত ইউএনও জীতেন্দ্র কুমার নাথের সভাপতিত্বে ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ মিলু, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবু খায়ের, সদস্য সচিব মাহমুুদ চৌধুরী। উপজেলা প্রকৌশলী সৈয়দুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী ফরিদ আহমেদ এর সার্বিক তত্বাবধানে এতে উপস্থিত ছিলেন, কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুসা, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন চৌধুরী, যুবলীগ নেতা টিপু চৌধুরী, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমুখ। প্রায় ১ কোটি ২৯ লক্ষ ৬৫ হাজার ৮শত ৬৪ টাকা ব্যায়ে ৪টি পাকা রাস্তা এবং ১ কোটি ২৩ লক্ষ ৮৬ হাজার ৮শত ৫০ টাকা ব্যায়ে ৩টি স্কুলের নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

Exit mobile version