Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে ৫ম শ্রেণীর স্কুল ছাত্রীকে শ্লিলতাহানীর অপরাধে এক দোকানদারকে ১ বছরের কারাদন্ড

রাকিল হোসেন নবীগঞ্জ (হবিগঞ্জ)সংবাদদাতা:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রসূলগঞ্জ বাজারে ৫ম শ্রেণীর স্কুল ছাত্রীকে শ্লিলতাহানীর অভিযোগে আব্দুল মোহিত নামের এক দোকানদারকে ১ বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভ্রারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমান আদালতের বিচারক জীতেন্দ্র কুমার নাথ উক্ত দন্ডাদেশ দেন। দন্ডদেশপ্রাপ্ত ৪ সন্তানের জনক আব্দুল মোহিত একই ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত আঃ মতিনের ছেলে।
সূত্রে জানা যায়, উপজেলার রসূলগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সামাদুল হক চৌধুরীর জনৈক কন্যা রসূলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী (১০) গতকাল সোমবার সকালে স্থানীয় রসূলগঞ্জ বাজারে আব্দুল মোহিতের মুদির দোকানে ডাল ক্রয় করতে যায়। এসময় দোকানদার আব্দুল মোহিত ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লিলতাহানী করে। একপর্যায়ে ওই ছাত্রী কৌশলে দৌড়ে পালিয়ে বাড়িতে গিয়ে কেঁদে কেঁদে তার বাবাকে ঘটনাটি জানায়। পরে তার বাবা সাথে সাথে দোকানে গেলে দেখতে পান দোকানদার মোহিত ঘটনার পর পরই দোকান বন্ধ করে পালিয়ে যায়। এরপর স্কুল ছাত্রীর পিতা সামাদুল হক চৌধুরী ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথকে জানান। অভিযোগ পেয়ে তিনি তাৎক্ষনিক ভাবে থানার এস আই প্রদ্যুৎ ঘোষ চৌধুরীসহ একদল পুলিশ নিয়ে তার বাড়িতে গিয়ে অভিযুক্ত আব্দুল মোহিতকে আটক করে নিয়ে আসেন। পরে সহকারী কমিশনার (ভূমি)র কার্যালয়ে ভ্রাম্যমাল আদালত বসান। এসময় দোকানদার আব্দুল মোহিতের স্বীকারোক্তিতে ১ বছরের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক জীতেন্দ্র কুমার নাথ। পরে থাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

Exit mobile version