Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জ পৌরসভার ৩২ কোটি ৪৯ লক্ষ ৯শত ৫৬ টাকা বাজেট ঘোষনা

রাকিল হোসেন :নতুন কোন কর-আরোপ ছাড়াই ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট ঘোষনা করেছেন নবীগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। বুধবার দুপুরে পৌরসভার হলরুমে প্রস্তাবিত বাজেট ঘোষনা ও সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বাজেট ঘোষনা করা হয়। পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টান শুরতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, আবু বক্কর। গীতা পাঠ করেন সুকেশ চক্রবর্তী। পৌরসভার হিসাব রক্ষক জালাল উদ্দিন আহমদ এর পরিচালনায় এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল জাহান চৌধুরী, প্যানেল মেয়র এটিএম সালাম, কাউন্সিলর বাবুল দাশ, মোঃ আলা-উদ্দিন, আব্দুস সালাম, কবির মিয়া, সুন্দর আলী, জাহেদ চৌধুরী, ফারজানা আক্তার পারুল, রোকেয়া বেগম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাকিল হোসেন, সাবেক সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী শহিদুল হক, সাংবাদিক এম মুজিবুর রহমান, সলিল বরণ দাশ, আকিকুর রহমান সেলিম, সেলিম তালুকদার, জাকিরুল ইসলাম জাকির, মাওলানা আব্দুর রকিব হক্কানী, শামিম চৌধুরী প্রমুখ। উক্ত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩২ কোটি ৪৯ লক্ষ ৯শত ৫৬ টাকা। মোট ব্যয় ৩২কোটি ৩৭লক্ষ ৪৯হাজার ৫শত টাকা। সার্বিক উদ্বৃত্ত ১১লক্ষ ৫১হাজার ৪শত ৫৬ টাকা। এর মধ্যে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ২কোটি ৮৬ লক্ষ ৯শত ৫৬ টাকা এবং ব্যয় ২কোটি ৭৫লক্ষ ২৫ হাজার টাকা। এ ছাড়া ও মোট উন্নয়ন আয় দেখানো হয়েছে ২৯কোটি ৬৩লক্ষ টাকা এবং উন্নয়ন ব্যয় দেখানো হয়েছে ২৯কোটি ৬২লক্ষ ২৪হাজার ৫শত টাকা।

Exit mobile version