Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীন প্রবীণের সমন্বয়ে শীঘ্রই আসছে জেলা আ.লীগের কমিটি:ইমন

স্টাফ রিপোর্টার
নবীন প্রবীণের সমন্বয়ে শীঘ্রই জেলা আওয়ামী লীগের নতুন কমিটি অনুমোদন হতে পারে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
৭ মার্চ উপলক্ষে বুধবার দুপুরে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন,‘আমি ও আমার সভাপতি নবীন ও প্রবীণদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিয়েছি। আমাদের সুনামগঞ্জের মত আরও কয়েকটি জেলার কমিটি কেন্দ্রে জমা আছে। কিছু দিনের মধ্যে আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভা হবে, সভায় কমিটি নিয়ে আলোচনা হবে। এর পরপরই সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি অনুমোদন হতে পারে।’
ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেন,‘সদর আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য থাকতে হবে। আওয়ামী লীগের সংসদ সদস্য না থাকায় প্রকৃত উন্নয়ন হচ্ছে না। সারা দেশে উন্নয়ন হলেও আমাদের কাঙ্খিত উন্নয়ন হয়নি। সদরের আসনে বিএনপির লোকজন সকল সুযোগ-সুবিধা নিচ্ছে। অধিকাংশ পিআইসির সভাপতি হয়েছে বিএনপির লোকজন। গত নির্বাচনে এই আসনটি জাতীয় পার্টিকে ছাড় দেয়া হয়েছিল। এই সুযোগ আর কাউকে দেয়া যাবে না। আগামী নির্বাচনে সদরের আসনটিসহ জেলার ৫টি আসনে আওয়ামী লীগের লোক মনোনয়ন দিতে হবে। সুনামগঞ্জ পৌরসভার উপ নির্বাচনসহ আগামী জাতীয় নির্বাচনে ৫টি আসনেই আমাদের বিজয় অর্জন করতে হবে। ’
তিনি আরও বলেন,‘আগামী ১৫ মার্চের পর আমরা সকল হাওররক্ষা বাঁধের খোঁজ খবর নেব ও সরেজমিনে পরিদর্শন করব। অনিয়ম-দুর্নীতি হলে এর প্রতিবাদ করতে হবে। ’

Exit mobile version