1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
নবীর নামে মিথ্যাচারী শূকর হয়ে যায় - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় শংকর রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব শংকর রায়ের মৃত্যুতে এমএ মান্নান এমপিসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি/ ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু জগন্নাথপুরের সাংবাদিকতার ইতিহাস শংকর রায় নিরানব্বই জন হত্যাকারীর অপরাধ ক্ষমা, তওবার শিক্ষা দিলেন নবী (সা.) বরণ্য সাংবাদিক শংকর রায়ের মৃত্যু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পরিবারের শোক প্রকাশ জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় আর নেই সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু নলুয়া হাওরে বাম্পার ফলনে কৃষকের চোখে-মুখে হাসির ঝিলিক ইসরায়েলের সামরিক গোয়েন্দাপ্রধানের পদত্যাগ

নবীর নামে মিথ্যাচারী শূকর হয়ে যায়

  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৫৭৫ Time View

:মিথ্যার বেসাতি করা পাপ। আর কোনো নবীর শানে যদি কেউ মিথ্যাচার করে, সে পাপ হয় আরও মারাত্মক, আরও ভয়াবহ। দুনিয়াতেও তার নির্মম পরিণতির বহু দৃষ্টান্ত রয়েছে।

আগেকার যুগের এরূপ ঘটনাবলী এ যুগে শিক্ষা গ্রহণের কোনো আবেদন রাখে না অথবা এ যুগে প্রযোজ্য নয় বলে যারা মনে করে থাকেন, মুসলমান হলেও তারা কেবল বোকার স্বর্গেই বাস করেন না, প্রকারান্তরে তারা কোরআনকেই অস্বীকার করেন। কেননা, আল্লাহতাআলা কোরআনের কোনো কিছুই অর্থহীন নাজেল করেননি। সব কিছুতেই মানুষের জন্য কোনো না কোনো কল্যাণ নিহিত রয়েছে এবং অফুরন্ত শিক্ষা ও চিন্তার খোরাক রয়েছে। কোরআনকে আদিকালের পুঁথি হিসেবে কোনো মোমেন মুসলমান গণ্য করতে পারেন না। যদি তাই হত, তাহলে কোরআন ও হাদীসে অজস্র আম্বিয়া কাহিনী এবং উপমা দৃষ্টান্ত থাকত না।

এ পর্যায়ে উদাহরণস্বরূপ হজরত মূসা (আ.) এর যুগের বিভিন্ন কাহিনী উল্লেখ করা যেতে পারে। হজরত মূসা (আ.) এর যুগের কারুন-ফেরাউনসহ অনেক কাহিনীর উল্লেখ রয়েছে। এখানে অন্যান্য সূত্রে বর্ণিত নানা কাহিনীর মধ্যে মিথ্যাচারের নির্মম পরিণতির একটি ভয়াবহ কাহিনী হুজ্জাতুল ইসলাম হজরত ইমাম গাজ্জালী (রহ.) এর অনন্য গ্রন্থ ‘এহেয়াউলউলুম’-এর বরাতে বর্ণনা করা হয়ে থাকে। ঘটনাটি নিম্নরূপ:

এক ব্যক্তি হজরত মূসা (আ.) এর খেদমত করত এবং সর্বদা তাঁর খেদমতে লিপ্ত থাকত। কিছুদিন পর সে ব্যক্তি লোকদের সামনে এই উক্তি করতে লাগল, ‘হাদ্দাসানি মূসা ছফিউল্লাহ’- আমার নিকট মূসা ছফিউল্লাহ বর্ণনা করেছেন। হাদ্দাসানি মূসা নাজিউল্লাহ- আমার নিকট মূসা নাজিউল্লাহ বর্ণনা করেছেন। ‘হাদ্দাসানি মূসা কালিমুল্লাহ’- আমার নিকট মূসা কালিমুল্লাহ বর্ণনা করেছেন।’

লোকটি বিভিন্ন সূত্রে, হজরত মূসা (আ.) এর বরাতে লোকদের নিকট অহরহ এ মিথ্যাচার চালিয়ে যেতো। তার এরূপ বর্ণনা করার উদ্দেশ্য ছিল তার প্রতি লোকদের মনোযোগ আকর্ষণ করা যাতে, লোকেরা তার প্রতি ঝুঁকে পড়ে এবং উপহার-নজরানা দেয়। তাই এ কৌশল অবলম্বন করে সে প্রচুর অর্থ সম্পদ সংগ্রহ করে এবং সম্পদশালী হয়ে উঠে। কিন্তু হঠাৎ এক সময় সে উধাও হয়ে যায় এবং হজরত মূসা (আ.) এর খেদমতে আর আসে না। তখন হজরত মূসা (আ.) বহু অনুসন্ধান-তালাশ করেও তার খোঁজ-খবর পান না। এভাবে কিছুদিন অতিবাহিত হয়ে যায়।

কিছুদিন পর এক ব্যক্তি হজরত মূসা (আ:)এর খেদমতে উপস্থিত হয়, তার হাতে শিখল বাঁধা একটি শূকর ছিল। লোকটি হজরত মূসা (আ.) এর খেদমতে হাজির হয়ে আরজ করে, ‘হে আল্লাহর নবী! আপনি কি অমুক ব্যক্তিকে চেনেন?’ জবাবে তিনি বলেন: ‘হ্যাঁ চিনি, তবে বহুদিন থেকে অনেক খোঁজাখুঁজি করার পরও তার সন্ধান মিলেনি।’
হজরত মূসা (আ.) এর এ জবাব শুনে আগত লোকটি বলল, ‘আমার হাতে কালো রশিতে বাঁধা এই শূকরটি সেই ব্যক্তি, আপনি যার তালাশ করছেন।’ এ কথা শুনে হজরত মূসা (আ.) আল্লাহ দরবারে এই বলে দোয়া করলেন: ‘হে আল্লাহ! তাকে তার প্রথম অবস্থায় ফিরিয়ে দাও, যাতে আমি জিজ্ঞাসা করতে পারি এ লোকটি কি কারণে শূকরে পরিণত হল?’

আল্লাহতাআলা ওহীর মাধ্যমে হজরত মূসা (আ.) কে খবর দিলেন যে, ‘তোমার এ দোয়া আমি কবুল করব না, তবে এতটুকু জানিয়ে দিতে চাই যে, আমি তাকে শূকরে পরিণত করে দিয়েছি এ কারণে যে, সে দ্বীনের মাধ্যমে দুনিয়ায় কামাতো।’ (হাকতুল হায়াত)।

ইনকিলাব

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com