Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নয়াপল্টনে বিএনপি-পুলিশের সংঘর্ষ

জগন্নাথপুর২২ ডেস্ক::
রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের তিনটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার পর এ অবস্থার সৃষ্টি হয়। বিএনপি কর্মী সমর্থকদের একটি মিছিল বিএনপি কার্যালয়ে আসার সময় পুলিশ নিষেধ করলে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

সংঘর্ষের সময় পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। বিএনপির নেতাকর্মীরা এসময় পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি কেন্দ্র করে সড়কে বিএনপি নেতাকর্মীরা ভিড় করছিলেন। এতে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছিল। পুলিশ সড়ক খালি করার চেষ্টা করছিল। এ থেকেই ধাওয়া-পাল্টা ধাওয়ার সূত্রপাত।

সুত্র-কালের কণ্ঠ

Exit mobile version