Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নলুয়া হাওরে চার কোটি টাকা ব্যয়ে সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী এমএ মান্নান

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে চার কোটি টাকা ব্যয়ে জগন্নাথপুরের সর্ব বৃহৎ নলুয়া হাওর ব্যষ্টিত কবিরপুর-ভুরাখালি- সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১ টায় সংস্কার কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সুনামগঞ্জ ৩ আসনের স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি। পরে স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে কবিরপুর মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত জনসভায় প্রতিমন্ত্রী এমএ মান্নান প্রধান অতিথির বক্তব্য রাখেন। আওয়ামী লীগ নেতা আব্দুল গফুরের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সুজাত মিয়ার পরিচালনায় এতে বক্তব্য অন্যান্যোর মধ্যে রাখেন সুনামগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক ইউপি সদস্য আহমদ আলী প্রমুখ। এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সহ-প্রচার সম্পাদক সাবেক সাধারন সম্পাদক ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান ভুঁইয়া,উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে নলুয়া হাওরের মধ্যস্থান দিয়ে বয়ে যাওয়া এ সড়কের সংস্কার হওয়ায়তে খুশি হাওরপারের মানুষ।
স্থানীয় চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, কবিরপুর-ভুরাখালী সড়ক দিয়ে নলুয়ার হাওরের কমপক্ষে ২০টি গ্রামের কৃষকরা তাদের ফসল উঠানোর জন্য এ সড়কে যাতাযাত করেন। এছাড়া এ সড়ক দিয়ে উপজেলাবাসী পাশ্ববর্তী দিরাইল উপজেলা উপজেলায় যাতাযাত করেন। সড়কটি সংস্কার হওয়ায় হাওরপারের মানুষ খুবই খুশি হয়েছেন।
জগন্নাথপুরের এলজিইডি’র কর্মকর্তা গোলাম সারোয়ার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্যায় সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হলে স্থানীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় চার কোটি টাকা ব্যয়ে ৮ কিলোমিটার দীর্ঘ এ সড়কের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।

Exit mobile version