Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

না ফেরার দেশে সবার প্রিয় জগন্নাথপুরের ধনঞ্জয় দাস ধনু

স্টাফ রিপোর্টার:: এক সপ্তাহ ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে গেলেন জগন্নাথপুরের প্রিয়মুখ তরুণ ব্যবসায়ী ক্রিকেটার পৌর শহরের বাসুদেববাড়ী আবাসিক এলাকায় বাসিন্দা জগন্নাথপুর বাজারের আসিদ উল্যাহ মার্কেটের র্স্পোটস এন্ড ফ্যাশন ওয়াল্ডের অন্যতম কর্ণধার ধনঞ্জয় দাস ধনু (৩০)। শুক্রবার বিকেলে রাজধানীর অ্যাপেলো হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সবার প্রিয় ধনু। তাঁর মৃত্যু সংবাদ এলাকায় এসে পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ ঘটে। চার ভাই, বাবা- মা স্ত্রী ও সাত মাসের শিশু সন্তান নিয়ে ছিল তার সাজানো সংসার। একটি সড়ক দুর্ঘটনা সেই সংসারের সব স্বপ্ন ভেঙ্গে ছাড়কার করে দিয়েছে। অত্যন্ত বিনয়ী ও সদাহাস্যোজ্জ্বল তরুণের এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না জগন্নাথপুরবাসী। পরিবারের লোকজন জানান, গত শুক্রবার সকালে ধনঞ্জয় দাশ ধনু নিজ মোটরসাইকেল যোগে শশ্বুরবাড়ি সুনামগঞ্জের উদ্যেশে রওয়ানা হলে পাগলা পয়েন্ট থেকে সুনামগঞ্জ জেলা শহরের রাস্তায় যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহন হন। পথচারীরা তাকে চিনতে পেরে মুমুর্ষ অবস্থায় প্রথমে কৈতক হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বিকেলে তাকে সিলেটের মাউন্ট এ্যাডোরা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মাথায় অস্ত্রোপ্রাচার করা হয়। পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার এয়ার অ্যাম্বোলেন্সে করে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে মৃত্যুর কাছে পরাজিত হয়ে তাকে চলে যেতে হয় না ফেরার দেশে। ধনঞ্জয় দাশ ধনুর বড় ভাই সঞ্জয় দাস জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, মৃতদেহ নিয়ে তিনি ভোরে জগন্নাথপুর এসে পৌঁছবেন। তারপর ধর্মীয় বিধি অনুযায়ী তার শেষকৃতানুষ্ঠান সকালে অনুষ্ঠিত হবে।

Exit mobile version