Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মামলা করবে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার:: নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মামলার করার পরিকল্পনা করছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। ফেডারেল রিজার্ভে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকারদের হাতে ৮কোটি ১০ লাখ ডলার খোয়া যাওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্তের খবর জানা যাচ্ছে। প্রাথমিকভাবে হ্যাকাররা ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করলেও পরে দুই কোটি ডলার উদ্ধার করা সম্ভব হয়। মামলা করার জন্য বাংলাদেশ ব্যাংক একজন আইনজীবী নিয়োগ করেছে, যদিও এখনো কোনও মামলা হয়নি।

গত ফেব্রুয়ারি মাসের ওই চুরির পর নিউইয়র্ক ফেড দাবি করেছিল তাদের সিস্টেমে কোন দুর্বলতার কারণে এই চুরি হয়নি। তারা আরো দাবি করেছিল, অর্থ স্থানান্তরের নির্দেশগুলো উপযুক্ত প্রটোকলের মাধ্যমে যাচাই করা হয়েছিল। বার্তা সংস্থা রয়টার বলছে, তারা এমন একটি প্রতিবেদন দেখেছে, যেখানে বাংলাদেশ ব্যাংক এখন আইনি ব্যবস্থার মাধ্যমে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের কাছে ক্ষতিপূরণ চাওয়ার ক্ষেত্র প্রস্তুত করছে।

Exit mobile version