Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নিউইয়র্কে অগ্নিকাণ্ড, নিহত ১২

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে শহরের ব্রঙ্কস এলাকার প্রসপেক্ট এভিনিউয়ের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। ভবনটি ব্রঙ্কস চিড়িয়াখানা ও ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি অবস্থিত।|

নিউ ইয়র্কের মেয়র বিল দে ব্লাসিও জানান, নিহতদের মধ্যে এক বছরের একটি শিশুও রয়েছে। এ ঘটনায় আহত ১৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর এক সংবাদ সম্মেলনে মেয়র বলেন, এটি গত ২৫ বছরের মধ্যে নিউ ইয়র্ক শহরের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের স্থানীয় একটি স্কুলে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

নিউ ইয়র্ক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এক টুইটে জানায়, আগুন লাগার পর পরই নিউ ইয়র্ক ফায়ার সার্ভিসের ১৬০ জনের একটি দল ঘটনাস্থলে ছুটে যান। আগুন নেভানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

শত বছরের পুরনো পাঁচতলা ওই ভবনটিতে কমপক্ষে ২০টি ফ্ল্যাট রয়েছে। সূত্র: বিবিসি।

Exit mobile version