Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

এই ম্যাচ দিয়ে দলে ফিরেছেন বাংলাদেশের নিয়মিত ওপেনার তামিম ইকবাল। মাহমুদউল্লাহ রিয়াদকে ফেরানো হয়েছে এই সিরেজে।
অন্যদিকে নিয়মিত ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসানকে বিশ্রামে পাঠানো হয়েছে। সাকিব ছাড়াও এই সিরিজে বিশ্রামের তালিকায় রয়েছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়া কাপের মাঝপথে ফিরে আসা নাজমুল হোসেন শান্তও থাকছেন না নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে।

২০১০ সালে দুই দলের ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছে ৪-০ ব্যবধানে। ২০১৩ সালেও নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ। ২০২১ সালে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে ৩-২ ব্যবধানে।

সুত্র-বাংলাদেশ প্রতিদিন

Exit mobile version