Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নিখোঁজের ৩ দিন পর তাহিরপুরের লেকে ভেসে উঠলো পর্যটকের লাশ

তাহিরপুর প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাটের লাইমস্টোন লেকে নিখোঁজ পর্যটক ওয়াহিদ পলিন (২৮) -এর লাশ ৩দিন পর ভেসে উঠেছে। সোমবার সকাল সাড়ে ৮টায় লেকের মধ্যে ভাসমান অবস্থায় লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।

টাংগুয়ার হাওরের দায়িত্বে থাকা সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট শাকিল আহমেদ জানান, নিখোঁজের পর থেকে গত দু’দিন পুলিশ, বিজিবি ও ডুবুরীদল চেষ্টা চালিয়ে লেকের পানিতে ডুবে যাওয়া নিখোঁজ পলিনের সন্ধ্যান পায় নি। যে স্থানে পলিন নিখোঁজ হয়েছে সে স্থান থেকে অনেক ৩০ গজ দুরে লাশ ভেসে উঠে সকালে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, নিহত ওয়াহিদ পলিন(২৮)কুমিল্লা জেলার মোরাদনগড় উপজেলার সাংলাজুর গ্রামের মোস্তোফা কামালের ছেলে। পলিন ঢাকা বসুন্ধারা গ্রুপে চাকুরী করতেন। মিরপুর ১৪এর ডেসকো কোয়াটারে বসবাস করেন।

গত শুক্রবার সকালে সুনামগঞ্জ থেকে তাহিরপুর উপজেলায় ৫ বন্ধুসহ বেড়াতে এসে লাইম স্টোন লেকে গোসল করতে গিয়ে নিঁখোজ হন ওয়াহিদ পলিন।

Exit mobile version