Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নির্বাচনী সহিংসতায় নিহত -২

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যেও বেশক’টি জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে প্রার্থীদের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় কুমিল্লা ও ঠাকুরগাঁয়ে দুজন নিহত হয়েছেন।

নির্বাচনী সহিংসতায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে তাপস চন্দ্র দাস (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার উত্তর চলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে শনিবার সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাপস চন্দ্র উত্তর চলনা গ্রামের কালু চন্দ্র দাসের ছেলে। ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, ১ নম্বর মাধবপুর ইউনিয়ন নির্বাচনে নৌকা সমর্থিত প্রার্থী ফরিদ উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী সুলতান আহম্মদের সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে তাপস চন্দ্র দাস ঘটনাস্থলেই মারা যান।

এদিকে, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বাড়িয়া ইউনিয়েনের কালদাসী দাখিল মাদ্রাসা কেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। শনিবার বিকেল ৩টার দিকে এ ঘটনার সময় বিজিবি গুলিবর্ষণ করে। এতে মাহবুব রহমান পল্টু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

Exit mobile version