গোবিন্দ দেব :: নির্বাচনের দাবীতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নে মানববন্ধব কর্মূসুচী পালিত হয়েছে। মঙ্গলবার ইউনিয়ন নির্বাচন বাস্তবায়ন কমিটির উদ্যোগে দুপুরে স্থানীয় মীরপুর বাজারে এ কর্মসুচী পালিত হয়। কর্মসুচীর পূর্বে ইউনিয়ন নির্বাচন বাস্তবায়ন কমিটির আহবায়ক আবদুল কাদিরের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক সাদিকুর রহমান সাদের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসি আওয়ামীলীগ নেতা হরমুজ আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসি মাহবুবুর রহমান শিরিন। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন আজিম উদ্দিন খান, আব্দুল লতিফ, আব্দুল জলিল মাষ্টার, রিয়াছত আলী, সিদ্দিকুর রহমান আনসার আলী, মুহিব উদ্দিন সেলিম, এম,এ নুর, আমিরুল ইসলাম, উকিল আলী, ইয়াওর মিয়া বাদশা মিয়া, হুমায়ুন খান, তানভির আলম পিয়া, মোস্তফা আলী, আব্দুল মোতালিব, সোহেল আহমদ, কাহার মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ একযুগ ধরে ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হচ্ছেনা। ফলে পরিষদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। নাগরিক সেবা থেকে ইউনিয়নবাসী বঞ্চিত হতে হচ্ছে। অবিলম্বে এই ইউনিয়নের নির্বাচন প্রদানের জন্য জোর দাবী জানানো হয়।
প্রসঙ্গত, মামলা সংক্রান্ত আইনি জটিলতায় কারনে মীরপুর ইউনিয়নে এক যুগের বেশী সময় ধরে নির্বাচন হচ্ছে না। প্রায় এক মাস ধরে সভা-সমাবেশসহ ধারবাহিকভাবে বিভিন্ন কর্মসুচী পালন করে আসছেন ইউনিয়নবাসী।
Leave a Reply