Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নির্বাচনের বিষয়ে পরে জানানো হবে: রিজভী

জগন্নাথপুর২৪ ডেস্ক::

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল অংশগ্রহণ করছে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। এসব বিষয় পরে জানানো হবে বলে জানিয়েছেন রিজভী।

আজ শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিজভীর কাছে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল- ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা নিশ্চিত হয়েছেন বিএনপি নির্বাচনে অংশ নেবে। তাহলে আপনাদের নির্বাচনী প্রচারণা, মনোনয়ন ফরম বিক্রি কবে থেকে শুরু হচ্ছে?

জবাবে রিজভী বলেন, পরে জানতে পারবেন। রিজভীর এ উত্তরে দলটির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কোনো বিষয় পরিষ্কার হয়নি।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন ও আওয়ামী লীগ সবসময় উল্টো পথে হাঁটে। ক্ষমতাসীন আওয়ামী লীগ অর্থই হচ্ছে- স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থার বারোটা বেজে যাওয়া। সন্ত্রাসীদের দুর্গ আওয়ামী লীগ কখনোই প্রতিযোগিতামূলক অবাধ নির্বাচনে বিশ্বাস করে না। নিজেদের স্বার্থে যখন যা ইচ্ছা তাই তারা করতে পারে।

তিনি আরো বলেন, সংলাপ, নির্বাচন, তফসিল ঘোষণা সবই তামাশার নামান্তর মাত্র। অবৈধ ক্ষমতাসীনরা জনগণের দাবি মানছে না।

সাত দফা দাবিকে অগ্রাহ্য করেই একতরফা নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে তারা। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতেই নির্বাচন কমিশন যাবতীয় কার্যক্রম চালাচ্ছে। এ জন্য আগামী নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার বা নির্বাচনী মাঠ সমতল করার কোনো গরজ বর্তমান নির্বাচন কমিশনের নেই। আসলে একতরফা তফসিল ঘোষণার পর সারাদেশে বিষাদঘন পরিবেশ বিরাজ করছে।

Exit mobile version