Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নির্বাচনে খেলতে হলে খালেদা জিয়াকে জামায়াতের সঙ্গ ছাড়তে হবে-সুরঞ্জিত সেন গুপ্ত

গোবিন্দ দেব দিরাই থেকে ফিরে :: আওয়ামীলীগের উপদেষ্ঠা পরিষদ সদস্য সাবেক মন্ত্রী বর্ষিয়ান রাজনীতিবীদ আইন ও বিচার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, জেলা পরিষদ নির্বাচনের পরই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচনের মাঠে বেগম জিয়াকে খেলতে হলে এখনই জামাতের সঙ্গ ছেড়ে আসতে হবে। তিনি বলেন, মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসী এই দেশে জঙ্গীবাদ ও সন্ত্রাসের কোন স্থান হতে পারে না। শেখ হাসিনার সরকার কঠোরভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে কাজ করছে। তিনি দিরাই-শাল্লার উন্নয়নের অসমাপ্ত কাজগুলোর শেষ করার ওপরও গুরুত্বারোপ করেন। দিরাই উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়নের আব্দুল মতিন উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় তলা বিশিষ্ট নতুন ভবন উদ্ধোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। রোববার দুপুর ১ টায় সুরঞ্জিত সেন গুপ্ত আনুষ্টানিকভাবে এক কোটি ২৪ লাখ টাকা ব্যায়ে বিদ্যালয় ভবন উদ্বোধন করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক যুবলীগ নেতা নুর উদ্দিনের পরিচালনায় বিদ্যালয় চত্বওে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ সোহেল আলম, আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল হোসেন, আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রদীব রায়, যুগ্ন সম্পাদক পৌর মেয়র মোশারফ হোসেন, দিরাই আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডঃ মবিরাম তালুকদার, দিরাই থানার সার্কেল অফিসার ছুরত আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল, যুক্তরাজ্য প্রবাসি মোশারফ মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায়, উপজেলা যুবলীগ নেতা জিল্লুর রহমান, কামরুল ইসলাম, মোহন চৌধুরী, মিজানুর রহমান, সারোয়ার হোসেন, রায়হান মিয়া, পৌর যুবলীগের সাধারন সম্পাদক জুয়েল মিয়া,রাজাহর খান প্রমুখ। পরে প্রধান অতিথি টংগর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মোশারফ মিয়ার ব্যাক্তি উদ্যোগে আয়োজিত বন্যা দূর্গত মানুষদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করেন। ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৫০ পরিবারের মধ্যে জন প্রতি ২০ কেজি করে চাল বিতরন করা হয়।

Exit mobile version