Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা নেই : ফখরুল

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::বর্তমান নির্বাচন কমিশনের ওপর কোনো আস্থা নেই জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান নির্বাচন কমিশনের গঠন প্রণালীই সঠিক হয়নি। নির্বাচন কমিশন গঠনে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সেটি না মেনে একতরফাভাবে এই কমিশন গঠন করা হয়েছে।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির প্রস্তাবের মধ্যে ছিল, সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন গঠন করার কথা। দেশের বরেণ্য ব্যক্তিদের নিয়ে এই কমিশন হবে, যাদের প্রতি সবার আস্থা আছে। কারণ, দেশে যে রাজনৈতিক সংকট আছে, এর মধ্যে সর্বজনগ্রাহ্য ব্যক্তি নির্বাচন কমিশনে না আসলে নির্বাচন কখনো সুষ্ঠু হবে না।’

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম- মহাসচিব রুহুল কবির দুলু, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফরহাদ হোসেন আজাদ প্রমুখ।

Exit mobile version