Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নিষেধ অমান্য করে গ্রামীনফোনের কাস্টমার সেন্টার খোলা রাখায় অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার::
সরকারি নিষেধ অমান্য করে গ্রামীন ফোনের একটি কাষ্টমার সেন্টার খোলা রাখার দায়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালত ওই প্রতিষ্ঠান কে অর্থদণ্ড প্রদান করেছে।

আজ বৃহম্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মো: ইয়াসির আরাফাত জগন্নাথপুর পৌরশহরের আছাবুন্নেছা জামে মসজিদ এলাকার নিকটবর্তী গ্রামীন ফোন কাষ্টমার সেন্টাররের পরিচালক আনহার মিয়াকে ১ হাজার টারা জরিমানা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্টেট ইয়াসির ইয়াসির আরাফাত জানান,
করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে ঔষধ ও নিত্যপন্যের দোকান ছাড়া অন্যান্য সব দোকানপাট বন্ধ ঘোষনা করা হয়েছে। আইন অমান্য করায় ওই প্রতিষ্ঠান কে আমরা জরিমানা করেছি।
তিনি বলেন, পৌরশহরসহ জগন্নাথপুরের শিবগঞ্জ বাজার,
স্বাধীন বাজার,কাতিয়া বাজার, বড় ফেচিবাজারসহ গ্রামীন হাটবাজারেও অভিযান পরিচালনার পাশাপাশি জনসাধারনকে সচেতন করতে আমরা প্রচার কাজ করছি। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য তিনি সবাইকে আহবান

Exit mobile version