Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় ওসি ও এসপির বিরুদ্ধে শাস্তির সুপারিশ

জগন্নাথপুর২৪ ডেস্ক:: ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানকে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটি।

মঙ্গলবার রাতে কমিটি ওই প্রতিবেদন জমা দেয়।

প্রতিবেদনের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর কথা রয়েছে।

যাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে, তারা হলেন পুলিশ সুপার জাহাঙ্গীর আলম চৌধুরী, সোনাগাজী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন, উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল ও মো. ইউসুফ।

প্রতিবেদনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধেও দায়িত্বে অবহেলা ও গাফিলতির সুস্পষ্ট প্রমাণ মিলেছে।

১৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর পাঁচ সদস্যের কমিটি গঠন করে। কমিটির প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক রুহুল আমিন।

নুসরাতকে পুড়িয়ে হত্যাচেষ্টাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া ও অপরাধীদের রক্ষার চেষ্টার অভিযোগ উঠেছিল ফেনীর পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে।

নুসরাত শ্লীলতাহানির অভিযোগ নিয়ে থানায় গেলে ওসি তার ভিডিও ধারণ করেন। ওসির বিরুদ্ধে এই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

Exit mobile version