Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নৌকার পক্ষেই কাজ করছি-মতিউর রহমান

সুনামগঞ্জ প্রতিনিধি :: জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেছেন,‘দিরাই-শাল্লা উপ-নির্বাচনে জাতীয় উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্যই আওয়ামী লীগ নেতা-কর্মী ও নির্বাচনী এলাকার ভোটারদের স্ব-উদ্যোগেই নৌকার পক্ষে দায়িত্ব পালন করতে হবে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সুনামগঞ্জ জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সংবাদ সম্মেলন করে মতিউর রহমান এই আহ্বান জানিয়ে বলেন,‘ গণমাধ্যমের সহযোগিতায় দিরাই-শাল্লার ভোটারদের আমার অবস্থান জানানোর জন্যই এই সংবাদ সম্মেলন। আমি যেহেতু এই আসন থেকে উপ-নির্বাচনে মনোনয়ন চেয়েছিলাম সেজন্যই আমার অবস্থান পরিস্কার করতে হবে। নৌকা বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং বাঙালি জাতির প্রতীক। সেজন্যই ৩০ মার্চে দিরাই-শাল্লা’র উপনির্বাচনে সকলকে নৌকায় ভোট দিতে হবে।’
মতিউর রহমান বলেন,‘কেউ কেউ বলেন আওয়ামী লীগে গ্রুপিং আছে। গ্রুপিং থাকলে দল শক্তিশালী হয়। জাতীয় ইস্যুতে সব সময় আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকে। দিরাই-শাল্লার ক্ষেত্রেও তাই হবে। এই নির্বাচনে আওয়ামী লীগে কোন বিভেদ নেই।’
দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আপনার ঘনিষ্ট হিসাবে পরিচিত আলতাব উদ্দিনসহ আপনার অনুসারি অনেকেই প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থী’র পক্ষে অবস্থান নিয়েছেন। এই বিষয়ে আপনি কী বলবেন? এমন প্রশ্নের জবাবে মতিউর রহমান বলেন,‘আলতাব উদ্দিনকে দিরাই উপজেলা কমিটির পদ থেকে
সুরঞ্জিত সেন গুপ্ত সরিয়ে দেবার পর, আমি তাকে বুঝিয়ে রেখেছি, এখন সুরঞ্জিত সেন গুপ্তের ঘনিষ্টদের সঙ্গে শুনেছি তার (আলতাব উদ্দিনের) ব্যবসায়িক বিরোধও রয়েছে। তাকে আমি এ বিষয়ে কিছুই বলিনি। যোগাযোগও করিনি। অন্যদের বলেছি, নৌকার বিরুদ্ধে প্রচারণায় না নামার জন্য। এরা আমার কথা শুনেছে।’
সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেন,‘রাজনৈতিক বিরোধ, প্রতিযোগিতা থাকতেই পারে। জয়া সেনকে বিজয়ী করার জন্য আমরা সবকিছুই করবো। আমাদের মধ্যে কোন বিভেদ নেই। আমরা সবাই ঐক্যবদ্ধ। বিপূল ভোটে জয়া সেন জয়লাভ করবেন ইনশাল্লাহ্।’

Exit mobile version