Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নৌকার পক্ষে কাজ করতে ছাত্রলীগের নেতাদের নির্দেশ দিলেন স্মরণ

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরণ বলেছেন, নৌকায় ভোট দিয়ে উন্নয়নকে এগিয়ে নিতে হবে। ছাত্রলীগের সকল নেতাকর্মীদেরকে নৌকার পক্ষে কাজ করতে হবে। যারা নৌকার পক্ষে কাজ করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। স্মরন বলেন, জগন্নাথপুরবাসীর উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জগন্নাথপুর উপজেলা নির্বাচনে আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান পদে বিজন কুমার দেব, ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাজেরা বারীকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের দরজায় পাঠিয়ে দিয়েছেন। তাই উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে।

শুক্রবার সন্ধ্যায় জগন্নাথপুর বাজারে জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে স্মরণ উপরোক্ত কথা বলেন।
উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সহ-সভাপতি সাফরোজ ইসলাম মুন্না এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমেন আহমদের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সিপন,
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সহ-সভাপতি আজমল হোসেন মিটু, সায়মন হোসেন রুমেন, যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত, হিবলু তালুকদার, তোহা চৌধুরী,ছাত্রলীগ নেতা জাহিদ আলম রিয়াদ,তানভীর আহমদ,মাছুম আহমদ,সজিব রায় দুর্জয়, আব্দুল মুমিন নাসির, শাহ রুয়েল,মিছবা,মাহবুব,জাবের,হাসান,জামাল,জুয়েল,মুন্না,তাহা,খলিল,তোফায়েল প্রমূখ। এর আগে ছাত্রলীগের এই নেতা জগন্নাথপুর বাজার এলাকায় নৌকার পক্ষে প্রচারণা করেন।

Exit mobile version