Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পদোন্নতি নিয়ে মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ে যোগ দিচ্ছেন জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টার::সাড়ে তিন বছর জগন্নাথপুর উপজেলার ইউএনও হিসেবে সফলভাবে দায়িত্ব পালন শেষে পদোন্নতি নিয়ে মোহাম্মদ হুমায়ুন কবির আজ শুক্রবার জগন্নাথপুর থেকে চলে যাচ্ছে। রবিবার তিনি মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে যোগ দিবেন। জগন্নাথপুরের সফল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির পদোন্নতি নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ে বদলী হওয়ায় জগন্নাথপুরের সর্বপ্রথম অনলাইন পত্রিকা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় তাকে আনুষ্ঠানিকভাবে এ শুভেচ্ছা স্মারক তুলে দেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব। এসময় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্ঠা জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর বার্তা সম্পাদক আলী আহমদ উপস্থিত ছিলেন। এছাড়াও সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, প্রবীণ রাজনীতিবীদ নুরুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ,মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী,সহকারী কমিশনার ভূমি কাজী আরিফুর রহমান, থানা ভারপ্রাপ্ত অফিসার মোঃ মুরসালিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামস উদ্দিন,কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাশিম, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সহিদুল ইসলাম রানা, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আবু ঈমানী, পাটলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াহিদুর রাজা, কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুর রহমান,আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব খান, উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারী রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাংষ্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ,সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, শিক্ষক সাইফুল ইসলাম, রিপন, ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়াসহ প্রশাসনিক কর্মকর্তা,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা স্মারক গ্রহণ করে বদলীকৃত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির বলেন,জগন্নাথপুরের সাংবাদিকরা উন্নয়ন সহযোগী হিসেবে গত সাড়ে তিন বছর আমাকে সহযোগীতা করেছেন এজন্য আমি প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী অাহমদের কাছে কৃতজ্ঞ। জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় তার বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসারকে একজন বিচক্ষন দক্ষ প্রশাসক হিসেবে উল্রেখ করে বলেন,তিনি দায়িত্বে বাহিরে গিয়েও এলাকার উন্নয়নে কাজ করেছেন যা জগন্নাথপুরবাসী মনে রাখবে। তিনি বিদায়ী এই কর্মকর্তার উত্তোত্তর সমৃদ্ধি কামনা করেন।

Exit mobile version