Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পদ্মা সেতুর পরীক্ষামূলক পাইল বসানোর কাজ শুরু

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক-দেশের বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর পরীক্ষামূলক পাইল বসানোর কাজ শুরু হয়েছে। তবে এটি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ২নং ট্রায়াল পাইল। গতকাল সকাল থেকে পাইল বসানোর কাজ চলছে মাওয়া চৌরাস্তা বরাবর পুরনো ফেরিঘাট সংলগ্ন স্থান দিয়ে। পিলারটির ডিজাইন চূড়ান্ত করার জন্যই চলছে এসব ব্যাপক কর্মপ্রস্তুতি। ইতিমধ্যেই এ ট্রায়াল পাইল বসানোকে কেন্দ্র করে এখানে ১৬টি সাপোর্ট অ্যাঙ্কর পাইল স্থাপন সম্পন্ন হয়েছে। এ ট্রায়াল পাইল স্থাপনের লক্ষ্যেই বৃহস্পতিবার ২নং পিলার পয়েন্টে ভারি যন্ত্রপাতি স্থাপন করা হয়। এখানে চলছে চূড়ান্ত পর্যবেক্ষণ। ক্রেনের মাধ্যমে বিশাল হ্যামার দিয়ে এই পাইল স্থাপনে প্রস্তুতি শুরু হয়ে গেছে। মূলত ২নং ট্রায়াল পাইলটি মাটির নিচে ১৪০ মিটার গভীরতায় পাইল বসানো হবে। ট্রায়াল পাইল স্থাপন করে পরীক্ষা শেষেই ১৬টি অ্যাঙ্কর পাইল উঠিয়ে নেয়া হবে। এই অ্যাঙ্কর পাইল স্থাপন হবে অপর একটি পিলারের পয়েন্টে। এদিকে, গত ১লা মার্চ সকালে মাওয়া চৌরাস্তা পয়েন্টে অ্যাঙ্কর পাইল বসানোর কাজ শুরু হয়। এ সময় পদ্মা সেতুর মূল কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজের কর্মকর্তারা এ পাইল বসানোর আনুষ্ঠানিক উদ্বোধনকে কেন্দ্র করে কিছু প্রথাগত নিয়মরীতি পালন করেন। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের জানান, আগামী সেপ্টেম্বরে মূল পাইল বসানোর কাজ শুরু হওয়ার কথা থাকলেও কাজের অগ্রগতি অনুযায়ী জুলাই থেকে আগস্টের মধ্যে শুরুর সম্ভাবনাও রয়েছে।

Exit mobile version