Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পবিত্র ঈদুল আযহা ২ সেপ্টেম্বর

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। বুধবার ধর্মমন্ত্রীর সভাপতিত্বে বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় চাঁদ দেখা কমিটির অন্যতম সদস্য ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান জানান, দেশের বিভিন্ন জেলায় বুধবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে। তাই আগামী ২ সেপ্টেম্বর ঈদুল আযহা অনুষ্ঠিত হবে।
এর আগে সৌদি আরবের আকাশে মঙ্গলবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ৩১ আগস্ট বৃহস্পতিবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
পরদিন ১ সেপ্টেম্বর (শুক্রবার) সেখানে ঈদুল আযহা পালন করা হবে।
সৌদি আরবের সর্বোচ্চ বিচারিক আদালত চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে এই তারিখ ঘোষণা করেছে। ২৩ আগস্ট বুধবার থেকে সৌদি আরবে জিলহজ মাস শুরু হয়েছে।
সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, জর্ডান ও মালয়েশিয়ায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর আগে পাকিস্তান গত শনিবার ঘোষণা দেয়, ২ সেপ্টেম্বর ঈদুল আজহা হতে পারে।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখার একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সেই হিসাবে বুধবার সন্ধ্যার পর বাংলাদেশে চাঁদ দেখা যাওয়ায় ২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

Exit mobile version