Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পরিকল্পনামন্ত্রীর ডিও লেটারে জগন্নাথপুরে ২৩টি স: প্রা: স্কুলে নতুন ভবন নির্মাণ হচ্ছে

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপির ডিও লেটারে জগন্নাথপুরের ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের অনুমোদন পাওয়া গেছে।
যেসব স্কুলে নতুন আধুনিক ভবন নির্মাণ করা হবে সেগুলো হলো জগন্নাথপুর আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোষগাঁও টিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইছগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাশিলা (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিজলা নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগদ্বীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামালখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গড়গড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,আউদত পূর্ব বুধরাইল আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘময়না সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাকবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়, রৌয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়া চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পীরেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়,ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিতাইগঞ্জ সরকারি প্রাথমিক বিদ‌্যালয় ও মশাজান কাদিপুর সরকারি প্রাথমিক বিদ‌্যালয়।

জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের পরিকল্পনামন্ত্রী মহোদয়ের ডিও লেটারে জগন্নাথপুরের ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন আধুনিক ভবন নির্মাণের অনুমোধন হয়েছে চলচি সপ্তাহে। আগামী এক মাসের মধ্যে প্রাক্কলন কাজ শুরু হবে। টেন্ডার আহবানের পর স্থানীয় সরকার প্রকৌশল এর মাধ্যমে আমরা নির্মাণ কাজ বাস্তবায়ন করবো।

 

 

Exit mobile version