Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পরিকল্পনামন্ত্রীর প্রচেষ্ঠায় জগন্নাথপুরে ১কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে শাহারপাড়া-দাওয়াই সড়কে পাকাকরণের কাজ শুরু

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া-দাওরাই সড়কের এক কিলোমিটার আরসিসি পাকাকরণ কাজের উদ্বোধণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব
কামালী এ কাজের উদ্বোধণ করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান তৈয়ব কামালি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,
আমাদের স্থানীয় সংসদ সদস্য মাননীয় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি মহোদয়ের
প্রচেষ্ঠায় শাহারপাড়া-দাওরাই সড়কের ৫ কিলোমিটার সড়ক পাকাকরণের জন্য
স্থানীয় সরকারের অর্থালয়ে ১কোটি ৩৬ লাখ বরাদ্দ দেওয়া হয়। গতকাল থেকে ওই
সড়কের ১ কিলোমিটার পর্যন্ত পাকাকরণের কাজ শুরু হয়েছে। পর্যায়ে কাজ সম্পন্ন হবে। তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এ সড়কের কাজ শেষ হলে বৃহত্তর শাহারপাড়ার ৪ থেকে  ৫টি গ্রাম, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়নের কমপক্ষে ১০টি গ্রামের লোকজন
যাতায়াতের সুবিদা পাবেন।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এই সড়কের কাজ পেয়েছেন
সুনামগঞ্জের তালুকদার এন্টারপ্রাইজ। চলতি বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে কাজ সম্পন্ন হবে।

Exit mobile version