Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পল্লী বিদ্যুতের ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পল্লীবিদ্যুতের একজন অস্থায়ী কর্মী একটি সংযোগ দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হওয়ার ঘটনায় ওই কর্মীরা বাবা বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলায় সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপকসহ ওই কার্যালয়ের সাতজন কর্মকর্তা-কর্মচারীকে আসামি করা হয়েছে।
সুনামগঞ্জ সদর আমলগ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন সদর উপজেলার গোধারগাঁও গ্রামের বাসিন্দা মো. আবুল কালাম। তাঁর ছেলে মো. পাভেল মিয়া (২১) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গত প্রায় আড়াইমাস ধরে চিকিৎসাধীন আছেন। আদালতের বিচারক মামলাটি এজহার হিসেবে গ্রহণের জন্য সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দিয়েছেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোহাম্মদ এনামুল হক।
সুনামগঞ্জ সদর উপজেলার সর্দারপুর গ্রামের এনামুল হকের বাড়িতে গত ১৪ সেপ্টেম্বর পাভেল মিয়া একটি সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এঘটনায় আদালতে আবুল কালাম মামলা করেছেন গত ১৯ নভেম্বর।
মামলার আসামিরা হলেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক অখিল চন্দ্র সাহা, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বিভাগীয় মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. হেমায়েত হোসেন বিশ্বাস, সহকারী মহাব্যবস্থাপক মো. আবদুল বাসেদ, প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন, কর্মকর্তা শহীদুল ইসলাম, কর্মচারী (লাইনম্যান) মুরাদ হোসেন।
জানতে চাইলে সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের মহা ব্যবস্থাপক অখিল কুমার সাহা বলেন, পাভেল মিয়া নামে তাদের কোনো অস্থায়ী বা স্থায়ী কর্মী নেই। তাকে তিনি চেনেনও না। তবে বিষয়টি কিভাবে ঘটল তাঁরা সেটি তদন্ত করছেন। মামলা দায়েরের বিষয়টি তিনি শুনেছেন বলে জানান।

Exit mobile version