Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পাঁচজনের ঐক্য কোন ঐক্যই নয়: মেয়র জগলুল

স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল বলেছেন, পাঁচজনের ঐক্য কোনো ঐক্য নয়, জনতার ঐক্যই মূল ঐক্য। আজকে জনতার ঐক্য দেখে যান। আমি বিশ্বাস করি, আগামীতে যখনই ডাক দিব আপনারা ঘর থেকে বের হয়ে আসবেন। যারা দুর্নীতিবাজ, মানুষের রক্ত চুষে সম্পদের পাহাড় গড়ে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো।
জাতির জনক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্র্তৃক স্বীকৃতি লাভ করায় শনিবার বিকেলে পৌর চত্বরে আনন্দ শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে আয়ূব বখত জগলুলের নেতৃত্বে শত শত জনতার বিশাল আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সুনামগঞ্জ-৪ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী আয়ূব বখত জগলুল আরো বলেন, আমি যখন রাজনীতিতে এসেছিলাম তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর যখন আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্দিন ছিল তখন আমার রাজনীতিতে পদার্পণ। আমি এবং আমার পরিবারের অনেক সদস্য সে সময় জেল খেটেছিলাম। আজকে যারা অবৈধ সম্পদের পাহাড় গড়েছে, আওয়ামী লীগের দুঃসময়ে তারা কোথায় ছিলো? এসব লুটপাটকারী সুবিধাবাদী আওয়ামী লীগারদের কারণে জননেত্রী শেখ হাসিনার অর্জন ম্লান হচ্ছে। তাই দেশের স্বার্থে, দলের স্বার্থে ওইসব দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. চান মিয়া, অ্যাড. শুকুর আলী, বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, আওয়ামী লীগ নেতা বিজয় তালুকদার বিজু, পৌর আওয়ামী লীগের সভাপতি বিকাশ কান্তি দে বাবুল, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ঝন্টু তালুকদার, পৌর প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, ফজর নুর, সামছুজ্জামান স্বপন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, মোজাহের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকত, দপ্তর সম্পাদক লিটন সরকার, প্রচার সম্পাদক শামসুল কাদির মিছবাহ, অ্যাড. আলম নুর হীরা, রাধাকান্ত, অবনী মোহন দাস, স্বপন তালুকদার, জুলহাস, শাহীন, অ্যাড. খোকন, পৌর আওয়ামী লীগ নেতা ফরিদ আহমদ, বিজয় নন্দী বিকু, শাহরিয়ার আহমদ রিগ্যান, অমৃত লাল আচার্য্য, আজিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফ উল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল আলম শিপু, সুরমা ইউপি আ.লীগ নেতা আবুল হোসেন, আব্দুল কাদির, আক্কাছ আলী, জাহাঙ্গীরনগর ইউপি আ.লীগ নেতা জয়নাল আবেদীন প্রমুখ।

Exit mobile version