Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের ঈদবাজারে পাউন্ডের দরপতন ও অকাল বন্যায় ফসল হারানো প্রভাব পড়েছে

অমিত দেব:: যুক্তরাজ্যে পাউন্ডের দরপতন,অকাল বন্যায় উপজেলার একমাত্র বোরো ফসল পানিতে তলিয়ে যাওয়া ও সম্প্রতি শেষ হয়ে যাওয়া ইউপি নির্বাচনে টাকার ছড়াছড়ির প্রভাব পড়েছে প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ঈদ বাজারে এমনটা মনে করছেন ব্যবসায়ীরা। গতকাল জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় প্রতি বছর ঈদের কেনাকাটা জমে উঠার আগেই প্রবাসীরা ঈদ উপলক্ষে প্রিয়জনকে উপহার দিতে পাঠিয়ে থাকেন পাউন্ড,ডলার ইউরো। অতি সম্প্রতি গণভোটে ইউইথেকে যুক্তরাজ্য বেড়িয়ে যাওয়ার প্রভাবে পাউন্ডের দরপতন হলে বিপাকে পড়ে যান যুক্তরাজ্যে বসবাসকারী জগন্নাথপুরের প্রবাসীরা। দরপতনে টাকার মান কমে যাওয়ায় পাউন্ড পাঠানো থমকে যায়।জগন্নাথপুর উপজেলা সদরের প্রায় সবকটি ব্যাংকের ব্যবস্থাপকদের সাথে কথা বলে জানা গেছে, ইউরোপে থেকে রেমিটেন্স আসা অনেকটা কমে গেছে। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে কম আসছে ইউরোপের বাজার থেকে। তবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স আসছে বলে জানান ব্যাংক কর্মকর্তারা।
জগন্নাথপুর সিটি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আব্দুল গফুর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, যুক্তরাজ্য থেকে যে পরিমাণ রেমিটেন্স আসতো এবার তা কমে অর্ধেক হয়ে গেছে। পাউন্ডের দরপতনে এর প্রভাব পড়ছে বলে মনে করেন তিনি।
রূপালী ব্যাংকের ব্যবস্থাপক জানান, প্রবাস থেকে রেমিটেন্স এবার অন্য বছরের তুলনায় কমে গেছে। পাউন্ডের দরপতনে অনেকেই পাউন্ড পাঠাতে বিপাকে পড়েছেন।
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মইজপুর গ্রামের বাসিন্দা লন্ডনে বসবাসরত সুহেল আহমদ জানান, প্রায় তিন মাস ধরে বাড়িতে টাকা পাঠানো বন্ধ রেখেছি। ঈদ উপলক্ষে একসাথে বেশী টাকা পাঠানোর জন্য। গতকাল টাকা পাঠাতে গিয়ে দেখি পাউন্ডের দরপতন হওয়ায় অনেক টাকা কমে যায়। তিনি বলেন, একদিন আগেও ১১৭টাকা ছিল গতকাল তা কমে ১০৭ টাকায় আসায় তিনি টাকা না পাঠিয়ে অপেক্ষা করছেন বাজার স্থিতিশীল হয় কীনা। লন্ডন থেকে মির্জা নোমান আহমদ জানান প্রতি ঈদেই দেশে থাকা স্বজনদের ঈটের টাকা পাঠাতে হয়। এবার পাউন্ডের দরপতন হওয়ায় সব হিসাব পাল্টে গেছে।

জগন্নাথপুর বাজারের আসল ঝলক ফ্যাশনের মালিক শ্যামল গোপ বলেন, পাউন্ডের দর কমে যাওয়া ও বোরো ফসল তলিয়ে যাওয়ার ঘটনায় জগন্নাথপুরের ঈদ বাজারে মারাত্বক প্রভাব পড়েছে। এখনো চাহিদামত বিক্রি শুরু হয়নি।

বিন্দুজ অভিজাত বিপনীর মালিক মিন্টু ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে রাজনৈতিক স্থিতিশীলতাসহ সার্বিক দিক দিয়ে এবার ঈদ বাজারের ব্যবসা ভাল হওয়ার কথা থাকলেও পাউন্ডের দরপতন,সম্প্রতি ইউপি নির্বাচনী টাকার খেলার প্রভাব ও ফসল ঘরে না তুলতে পারায় কাঙ্খিত ঈদ বাজার জমছে না।
ব্যাংক এশিয়ার ব্যাবস্থাপক তারিক কিবরিয়া বলেন, ইউরোপ থেকে রেমটিন্সে আসা কমলেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স আসছে।
জগন্নাথপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান,জগন্নাথপুরের প্রবাসীদের অথের্র একটা বড় অংশ ব্যাংকিং চ্যানেলের বাইরে বিভিন্ন পন্থায় এসে থাকে। এসব অর্থ আসা গত কয়েকদিন ধরে একেবারে কমে যাওয়ায় ঈদের বাজারে প্রভাব পড়েছে।

Exit mobile version