Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পাটলীতে সম্ভাব্য ছয় প্রার্থীই আ.লীগের, নৌকা নিশ্চিতে ঢাকায় মনোনয়নপ্রত্যাশিরা

বিশেষ প্রতিনিধি::
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জগন্নাথপুর উপজেলার ২নং পাটলী ইউনিয়নে নির্বাচনী আমেজ জমে উঠছে।
তফশিল ঘোষনার সঙ্গে সঙ্গে প্রার্থীদের মধ্যে শুরু হয় তোড়জোড়। এরইমধ্যে অনেকে উঠান বৈঠক করে এলাকাবাসীর সহযোগিতা ও সমর্থন আদায়ের চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ওয়ার্ডে, ওয়ার্ডে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে সম্ভাব্য প্রার্থীরা প্রচারে নামছেন। মনোনয়নপত্র দাখিলের আগেই মাঠে অবস্থান গড়ে তোলতে তৎপরতা দেখা দিয়েছে প্রার্থী সমর্থকদের মধ্যে। এই ইউনিয়নে প্রবাসী প্রার্থীর সংখ্যা বেশি।
ফলে নির্বাচনী এলাকা উৎসব মুখর হয়ে ওঠেছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, পাটলী নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ৬ জনের নাম শুনা যাচ্ছে। তাঁরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান যুক্তরাজ্যপ্রবাসী সিরাজুল হক, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আঙ্গুর মিয়া, সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা শাহ আব্দুল কাহার রাসেল, যুক্তরাজ্যপ্রবাসী রিয়াদুল ইসলাম আনসার ও উপজেলা যুবলীগের সহসভাপতি ফজরুল ইসলাম। এই ছয়জনই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি। এখানে বিএনপি কিংবা স্বতন্ত্র কোন প্রার্থীর নাম এখনও শুনা যায়নি।

স্থানীয়রা জানান, অনেকদিন ধরে ইউনিয়ন নির্বাচনকে ঘিরে এ ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তৎপরতা দেখা দেয়। গত বুধবার নির্বাচন কমিশন তফশিল ঘোষনা করলে শুরু হয় প্রার্থীদের মধ্যে দৌড়ঝাঁপ। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি সাধারণ সদস্য (মেম্বার) ও সংরক্ষিত নারী সদস্যে পদে সম্ভাব্য প্রার্থীরাও প্রচারে রয়েছেন।
এদিকে নৌকার মাঝি হতে ব্যাপক তৎপর হয়ে ওঠেছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশিরা। স্থানীয় পর্য়ায়ে থেকে শুরু করে কেন্দ্রীয় পযার্য়ে চলছে তববির এবং জোর লবিং। ইতিমধ্যে নেতৃমূল আওয়ামী লীগের সভা থেকে প্রস্তাবিত দলীয় ছয়জন প্রার্থীর নাম উপজেলা আওয়ামী লীগ কমিটির নিকট হস্তান্তর করা হয়েছে। বর্তমানে কয়েকজন মনোনয়ন প্রত্যাশি ঢাকায় অবস্থান করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবলীগ নেতা জানান, এ ইউনিয়নে চেয়ারম্যান পদে এখন পর্যন্ত যাদের নাম শুনা যাচ্ছে তাঁরা সবাই আওয়ামী লীগের মনোনয়ন চান। অন্য দলের কিংবা স্বতন্ত্র কোন প্রার্থী না থাকায় আভাস মিলছে, আওয়ামী লীগ, আওয়ামী লীগেরই প্রতিদ্বন্দ্বী হতে
পারে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন
বলেন, নেতৃমূল থেকে প্রস্তাবিত সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা আমরা জেলা কমিটির নিকট হস্তান্তর করব।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর, প্রত্যাহার ৬ ডিসেম্বর এবং আর প্রতিক বরাদ্দ ৭ ডিসেম্বর।

প্রসঙ্গত, ২০১৬ সালে মে মাসে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুক্তরাজ্যপ্রবাসী সিরাজুল হক নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঙ্গুর মিয়া।

Exit mobile version