আকবর আলী পাটলী থেকে:: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আঙ্গুর মিয়ার বিরুদ্ধে আচরন বিধি লঙ্গনের অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনী আচরন বিধি লঙ্গন করে তিনি ইউনিয়নের বিভিন্ন সড়কের গাছে বিলবোর্ড লাগিয়েছেন। পাটলী ইউনিয়ণ পরিষদ থেকে শুরু করে রসুলগঞ্জ বাজার এলাকাসহ ইউনিয়নের বিভিন্নস্থানে শোভা পাচ্ছে আঙ্গুর মিয়ার লাগানো বিলবোর্ড। এছাড়াও বিভিন্ন দেয়ালে তার পোষ্টার সাঁটানো রয়েছে। সরেজমিনে দেখা গেছে, আ্ঙ্গুর মিয়ার সমর্থকরা ইউনিয়নের বিভিন্ন গাছে লোহা দিয়ে বিলবোর্ড লাগিয়েছেন। এতে করে নির্বাচনী আচরন বিধি লঙ্গনের পাশাপাশি পরিবেশবান্ধব বৃক্ষগুলো ক্ষতিরমুখে পড়বে বলে সচেতনমহল মনে করেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরন বিধিতে দেয়ালে কিংবা গাছে পোষ্টার সাঁটানো ও গাছে বিলবোর্ড লাগানো নিষেধ রয়েছে। এবিষয়ে জানতে চেয়ারম্যান প্রার্থী আঙ্গুর মিয়ার সাথে যোগাযোগ করলে মুঠোফোন বন্ধ থাকার তাঁর বক্তব্য জানা যায়নি।
পাটলী ইউনিয়নে আঙ্গুর মিয়ার বিরুদ্ধে আচরন বিধি লঙ্গনের অভিযোগ
