Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পাটলী উইমেন্স কলেজ উন্নয়নে প্রবাসীদের ১২ লাখ টাকার অনুদান

জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নে নারী শিক্ষার প্রসারে সদ্য প্রতিষ্টিত পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজের উন্নয়নে বৃহত্তর মক্রমপুর এলাকার বাসিন্দা লন্ডন প্রবাসীদের উদ্যোগে ১২লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে।
আজ শনিবার পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজের অফিস কক্ষে নগদ ১ লাখ টাকা এবং ১১লাখ টাকার চেক কলেজের গভর্নিং বডির সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হকের হাতে তুলে দেন মক্রমপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুর রহমান ছুরুক মিয়া, হাসিন মিয়া, লালা মিয়া, ডা: হিরন মিয়া, মদব্বির হোসেন রবিন, লুৎফুর রহমান চৌধুরী। এসময় চন্দন মিয়া সৈয়দুন্নেছা কলেজের অধ্যক্ষ মো: আলী আকবর হোসেন, পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির উদ্দিন, পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মোস্তফা মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। অনুদানের চেক হস্তান্তরকালে পাটলী উইমেন্স কলেজের সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশীরা গুরুত্বপূর্ন অবদান রাখছেন উল্লেখ করে তিনি পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজের উন্নয়নে ১২লাখ টাকার অনুদান প্রদান করায় বৃহত্তর মক্রমপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসীদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version