Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পাটলী মহিলা কলেজের ভিত্তি প্রস্তর স্হাপন

স্টাফ রিপোর্টার ঃ
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানএমপি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নে পাটলী গ্রামে মহিলা কলেজের ভিত্তিপ্রস্তর স্হাপন করেছেন। শনিবার দুপুরে তিনি প্রবাসী ও এলাকাবাসীর উদ্যাগে ১১০ শতক জায়গার ওপর পাটলী মহিলা কলেজের ভিত্তি প্রস্তর স্হাপন করেন। পরে পাটলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক সুধী সমাবেশে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন,বর্তমান সরকার গ্রাম কে শহরে পরিণত করতে শহরের সকল নাগরিক সুবিধা গ্রামে পৌঁছে দিতে চায়। এজন্য ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কাজ চলছে। যাতায়াত চিকিৎসাসেবাসহ সকল নাগরিক সুবিধা গ্রামের মানুষ শহরের মানুষের মতো পাবে। এজন্য তিনি গ্রামের মানুষ কে শহরের মানুষের মতো শিক্ষিত হওয়ার আহ্বান জানান। মন্ত্রী বলেন,বর্তমান সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শহরের মতো গ্রামেও স্কুল, কলেজ সহ শিক্ষার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে। পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজউল করিম, পাটলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নজির উদ্দিন, শিক্ষানুরাগী লালা মিয়া,আব্দুল জলিল,আকিক মিয়া কুরেশী ,
আসাদুর রাজা চৌধুরী,সিলেট জেলা বারের আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ,প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মছব্বির দুলু,পাটলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাহার উদ্দিন পাটলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান
ওয়াহিদুর রাজা,ইউ পি সদস্য জসিম উদ্দিন ফারুক,ছায়াদুর রহমান,সংরক্ষিত সদস্যা রুজিনা বেগম প্রমুখ।

Exit mobile version